পেশাদার হিসাববিদদের সংগঠন ও শিক্ষণ প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) সভাপতি নির্বাচিত হয়েছেন আবদুর রহমান খান। তিনি ২০২৩ সালের জন্য এ পদের দায়িত্ব পালন করবেন। সম্প্রতি রাজধানীর আইসিএমএ ভবনে ইনস্টিটিউটের আঠারোতম কাউন্সিলের প্রথম সভায় তিনি নির্বাচিত হন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে আবদুর রহমান খান ২০১৩ থেকে আইসিএমএবি কাউন্সিলের সদস্য, কোষাধ্যক্ষ ও সচিবের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পদে কর্মরত।

একই মেয়াদের জন্য আইসিএমএবির সহসভাপতি পদে অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন ও মাহতাব উদ্দিন আহমেদ, সম্পাদক পদে কাউসার আলম এবং কোষাধ্যক্ষ পদে মো. আখতারুজ্জামান নির্বাচত হন। সহসভাপতি অধ্যাপক ড. মো. সেলিম উদ্দিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক। অপর সহসভাপতি মাহতাব উদ্দিন আহমেদ বিল্ডকন কনসালট্যান্সিজ লিমিটেডের প্রতিষ্ঠাতা। কাউসার আলম শুন শিং গ্রুপ, হংকং (সেভেন রিংস সিমেন্ট)-এর চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এবং কোম্পানি সচিব হিসেবে কর্মরত।