- অর্থনীতি
- পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট

পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিন- ফাইল ছবি
পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করার বিষয়ে সরকারের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। পাশাপাশি রিটে পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচলের নির্দেশনাও চাওয়া হয়েছে।
বৃহস্পতিবার রিটকারী আইনজীবী ইয়ারুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান।
তিনি জানান, বাংলাদেশ রিপাবলিক্যান পার্টি নামে একটি সংগঠনের চেয়ারম্যান আবু হানিফ হৃদয় জনস্বার্থে এ রিট দায়ের করেন। বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. ইকবাল কবীরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামী সপ্তাহে রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।
রিটে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সচিব এবং বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
২০২২ সালের ২৬ জুন বহুল আকাঙ্ক্ষিত পদ্মা সেতুতে যান চলাচলের প্রথম দিনেই মোটরসাইকেল দুর্ঘটনা ঘটে। এতে হতাহতের ঘটনাও ঘটে। পরে সরকারের সিদ্ধান্ত অনুসারে পরদিন ২৭ জুন পদ্মা সেতুতে মোটরসাইকেলের চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। সরকার থেকে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত পদ্মা সেতুতে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। হাইকোর্টে ওই সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে রিটটি দায়ের করা হয়েছে।
মন্তব্য করুন