- অর্থনীতি
- আনোয়ার-উল আলম পুনরায় বিসিআই সভাপতি
আনোয়ার-উল আলম পুনরায় বিসিআই সভাপতি

আনোয়ার-উল আলম চৌধুরী
বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৩-২৫) নির্বাচনে পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন ইভিন্স গ্রুপের চেয়ারম্যান আনোয়ার-উল আলম চৌধুরী (পারভেজ)।
শনিবার রাজধানীর মতিঝিলে সংগঠনটির বোর্ডরুমে বিসিআই নির্বাচন বোর্ডের চেয়ারম্যান আব্দুল হক এ নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
বর্তমানে আনোয়ার-উল আলম চৌধুরী ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি বিজিএমইএরও সাবেক সভাপতি ছিলেন। বিসিআইর সিনিয়র সহসভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের চেয়ারম্যান প্রীতি চক্রবর্তী এবং সহসভাপতি হয়েছেন ইউনুছ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইউনুছ।
নির্বাচিত ২১ জন পরিচালকদের অন্যতম হলেন- ড. দেলোয়ার হোসেন রাজা, মোহাম্মদ ইসমাইল হোসেন, ইঞ্জিনিয়ার মো. মোহাব্বত উল্লাহ, মিজানুর রহমান, এমএ রাজ্জাক খান, আবুল কালাম ভূঁইয়া, এসএম শাহ্ আলম মুকুল, যশোদা জীবন দেবনাথ, মো. শাহিদ আলম, কেএম রিফাতউজ্জামান প্রমুখ।
মন্তব্য করুন