চট্টগ্রামে হাজতখানা থেকে আসামি পালানোর ঘটনায় পাঁচ পুলিশ সদস্যের দায়িত্বে অবহেলার প্রমাণ পেয়েছে তদন্ত কমিটি।

মঙ্গলবার জেলা পুলিশ সুপার এস এম শফিউল্লাহর হাতে প্রতিবেদন তুলে দেওয়া হয়। অভিযুক্তদের বিরুদ্ধে বিভাগীয় মামলা করার সুপারিশ করা হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সুপার এস এম শফিউল্লাহ বলেন, তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়া গেছে। প্রতিবেদনে পাঁচজনের দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

চট্টগ্রাম আদালতের হাজতখানা থেকে কারাগারে পাঠানোর সময় গত ৫ জানুয়ারি মাদক মামলার আসামি শামসুল হক বাচ্চু কৌশলে পালিয়ে যায়।

এর আগে তাকে আদালতে তোলা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। অন্য আসামিদের সঙ্গে প্রিজনভ্যানে করে কারাগারে নিয়ে যাওয়ার সময় পুলিশের চোখ ফাঁকি দেয় আসামি। হাতকড়া পরানো অবস্থায় চম্পট দেয় সে। এ ঘটনায় পরদিন নগরীর কোতোয়ালি থানায় জেলা সদর আদালতের পুলিশ পরিদর্শক জাকের হোসাইন মাহমুদ মামলা করেন।