- অর্থনীতি
- বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় জাপান
বাংলাদেশের সঙ্গে বাণিজ্য বাড়াতে চায় জাপান

ছবি: সংগৃহীত
স্বল্পোন্নত দেশের (এলডিসি) কাতার থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের পর বাংলাদেশের পাশে থাকবে জাপান। দেশটি বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে চায়।
গতকাল রোববার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন ঢাকায় জাপানের নবনিযুক্ত রাষ্ট্রদূত আইওয়ামা কিমিনোরি। তিনি আরও বলেন, জাপান সরকার বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন এবং এ দেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে থাকে। এখানে জাপানের অনেক বিনিয়োগকারী আছেন। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক আরও বাড়াতে আগ্রহী জাপান।
রাষ্ট্রদূত জানান, দুই দেশের মধ্যে ইকোনমিক পার্টনারশিপ অ্যাগ্রিমেন্ট (ইপিএ) স্বাক্ষরের বিষয়ে করণীয় ঠিক করতে সরকারি কর্মকর্তা ও সংশ্নিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে একটি জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন করছে জাপান। বাংলাদেশও একই ধরনের গ্রুপ গঠন করলে কাজ অনেক সহজ হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, বাংলাদেশের বড় উন্নয়ন সহযোগী জাপান। দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চলের কাজ দ্রুত এগিয়ে চলছে। জাপানও এখানে বিনিয়োগ করেছে। জাপানের কাছ থেকে আরও বড় ধরনের বিনিয়োগ আশা করে বাংলাদেশ।
বাণিজ্যমন্ত্রী বলেন, এলডিসি উত্তরণের পর এফটিএ বা পিটিএর মতো বাণিজ্য সহযোগিতা চুক্তি করে জাপানের সঙ্গে ব্যবসা-বাণিজ্য ও বিনিযোগ বাড়ানোর বিষয়ে কাজ করা হবে। জাপান ইতোমধ্যে এ বিষয়ে ব্যাপক আগ্রহ প্রকাশ করেছে।
মন্তব্য করুন