একে একে সাতটি দুর্বল ব্যাংক চিহ্নিত করার আগে পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল ডাকা হয় রাষ্ট্রীয় মালিকানার বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল)। যদিও ব্যাংকটিকে 'দুর্বল' হিসেবে চিহ্নিত করে সমন্বয়ক নিয়োগ দেওয়া হবে কিনা সে বিষয়ে কিছু বলা হয়নি।

গত জুলাইয়ে আব্দুর রউফ তালুকদার বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে দায়িত্ব পাওয়ার পর ১০টি দুর্বল ব্যাংক চিহ্নিত করে আলাদা তদারকির উদ্যোগ নেন। এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক পদমর্যাদার একজন করে কর্মকর্তাকে 'সমন্বয়ক' নিয়োগ দেওয়া হচ্ছে।

এখন পর্যন্ত রাষ্ট্রীয় মালিকানার বেসিক, বেসরকারি খাতের ন্যাশনাল, পদ্মা, বাংলাদেশ কমার্স, এবি, ওয়ান ও ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তানে সমন্বয়ক নিয়োগ দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সেপ্টেম্বরভিত্তিক তথ্য অনুযায়ী, বিডিএলের ২ হাজার ৮১ কোটি টাকা ঋণের প্রায় ৪১ শতাংশই খেলাপি। এক বছর আগে ১ হাজার ৯৯৫ কোটি টাকা ঋণের ২৮ শতাংশ ছিল খেলাপি। গতকালের বৈঠকে খেলাপি ঋণ আদায় ও নতুন ঋণ বিতরণ জোরদার করতে বলা হয়েছে।