- অর্থনীতি
- লোকসানে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি
লোকসানে বেসরকারি বিদ্যুৎ কোম্পানি

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেসরকারি খাতের কিছু বিদ্যুৎ কোম্পানি জানাচ্ছে, চলতি হিসাব বছরের প্রথম ছয় মাসে বড় অঙ্কের লোকসান করেছে তারা। এসব কোম্পানির মধ্যে রয়েছে- খুলনা পাওয়ার, বারাকা পতেঙ্গা পাওয়ার এবং শাহজীবাজার পাওয়ার। তবে এমন খবরের বিপরীতে সরকারি তেল কোম্পানি মুনাফা বৃদ্ধির তথ্য দিয়েছে। বেসরকারি সাত বিদ্যুৎ কোম্পানি শেয়ারবাজারে তালিকাভুক্ত।
সোমবার প্রকাশিত তথ্য অনুযায়ী, বারাকা পতেঙ্গা ২০২১ সালের জুলাই-ডিসেম্বরে শেয়ারপ্রতি ১ টাকা ৮৫ পয়সা বা নিট ৩২ কোটি টাকা মুনাফা করে। তবে চলতি হিসাব বছরের একই সময়ে শেয়ারপ্রতি ১ টাকা ৫৭ পয়সা করে মোট ২৭ কোটি টাকা লোকসান করেছে। একইভাবে গত হিসাব বছরের প্রথম ছয় মাসে শাহজীবাজার যেখানে শেয়ারপ্রতি ৩ টাকা ১৯ পয়সা মুনাফা করে, সেখানে এই ছয় মাসে ৯৫ পয়সা হারে লোকসান করেছে বলে জানিয়েছে। এর মধ্যে সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকেই ১ টাকা ৩৮ পয়সা লোকসান করেছে। আর খুলনা পাওয়ার জানিয়েছে, গত জুলাই-ডিসেম্বর সময়ে শেয়ারপ্রতি ২ টাকা লোকসান করেছে। টাকার অঙ্কে যা সাড়ে ৭৯ কোটি টাকা। যেখানে আগের হিসাব বছরের একই সময়ে লোকসান ছিল শেয়ারপ্রতি ১৮ পয়সা বা নিট ৭ কোটি টাকা লোকসান করে।
লোকসানের জন্য কোম্পানিগুলো মূলত বৈদেশিক মুদ্রার বিনিময় হারের অস্থিরতাকে দায়ী করেছে। বারাকা পতেঙ্গা পাওয়ার বলছে, গত জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে ফার্নেস অয়েল আমদানির জন্য ৯৬ বা ৯৭ টাকা করে দরে আমদানি বিল হিসাব করা হলেও ডলার কিনতে হয়েছে ১০৬ থেকে ১০৭ টাকা করে। কিন্তু সরকারের কাছ থেকে ডলারে যে বিল পাওয়া গেছে, তার দর ছিল কম। এ কারণে লোকসান হয়েছে। অবশ্য সর্বশেষ অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে নির্ধারিত রেট অনুযায়ী বৈদেশিক মুদ্রার লেনদেন হওয়ার কারণে লোকসান হয়নি।
বরং শেয়ারপ্রতি ৭০ পয়সা বা নিট ১২ কোটি টাকা মুনাফা হয়েছে। প্রায় একই বক্তব্য শাহজীবাজার পাওয়ারের। এ কারণের বাইরে খুলনা পাওয়ার বলছে, পুরোনো ১১০ মেগাওয়াটের বার্জ মাউন্টেন্ট বিদ্যুৎকেন্দ্রটি বিক্রি করায় বুক ভ্যালু ও বিক্রি মূল্যের পার্থক্যের কারণে এ লোকসান হয়েছে।
গতকাল ৩৪ কোম্পানি প্রকাশিত অর্ধবার্ষিক আর্থিক প্রতিবেদন অনুযায়ী ১৩টি লোকসানে। মুনাফা কমার তথ্য দিয়েছে ৯ কোম্পানি। এদিকে মেঘনা পেট্রোলিয়াম জানিয়েছে, চলতি হিসাব বছরের প্রথম ৬ মাসে তারা শেয়ারপ্রতি ১৭ টাকা ৪ পয়সা মুনাফা করেছে, যা আগের হিসাব বছরের একই সময়ে ছিল ১২ টাকা ৭৪ পয়সা।
মন্তব্য করুন