- অর্থনীতি
- জানুয়ারিতে লেনদেনের ১২% ব্লক মার্কেটে
জানুয়ারিতে লেনদেনের ১২% ব্লক মার্কেটে

প্রতীকী ছবি
ডিসেম্বরের তুলনায় গেল জানুয়ারি মাসে ঢাকার শেয়ারবাজারে শেয়ার কেনাবেচা ৪ হাজার ৪৯৫ কোটি টাকা বা ৩৮ শতাংশ বেড়ে ১১ হাজার ৭২৭ কোটি টাকা হয়েছে। অবশ্য এ লেনদেনে ব্লক মার্কেটের অংশ ছিল ১ হাজার ৩৬০ কোটি টাকা, যা মোট লেনদেনের ১১ দশমিক ৬০ শতাংশ।
স্কয়ার ফার্মা, বেক্সিমকো ফার্মার মতো বৃহৎ বাজার মূলধনি কোম্পানিগুলোর শেয়ার ফ্লোর প্রাইসে আটকে থাকায় বড় বিনিয়োগকারীরা অপেক্ষাকৃত কম মূল্যে ব্লক মার্কেটে শেয়ার কেনাবেচা করেছেন। মূল বা পাবলিক মার্কেটে ফ্লোর প্রাইসের কমে কেনাবেচা করা না গেলেও ব্লক মার্কেটে এর তুলনায় ১০ শতাংশ কমে কেনাবেচার সুযোগ আছে।
জানুয়ারিতে একক কোম্পানি হিসেবে ব্লক মার্কেটে বেক্সিমকো লিমিটেডের সর্বাধিক ১৮৫ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়। অথচ মূল বাজারে পুরো মাসে লেনদেন ১৬ কোটি টাকার কম। দ্বিতীয় সর্বোচ্চ ১২৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে সি পার্ল হোটেল অ্যান্ড রিসোর্টের। মূল বাজারে এ কোম্পানির ৩৫৯ কোটি টাকার লেনদেন হয়েছে। তৃতীয় অবস্থানে থাকা স্কয়ার ফার্মার যেখানে মূল বাজারে ৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, সেখানে ব্লক মার্কেটে হয়েছে ৯১ কোটি টাকার। ব্লক মার্কেটে লেনদেনে এর পরের অবস্থানে ছিল আইপিডিসি ও ফরচুন সুজ। পর্যালোচনায় আরও দেখা গেছে, ব্লক মার্কেটে অন্তত ৪০৭ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে বেঁধে দেওয়া ফ্লোর প্রাইসের তুলনায় কম মূল্যে।
বিভিন্ন ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, নানা কারণে বিনিয়োগকারীদের বড় অংশ শেয়ারবাজারবিমুখ। ফ্লোর প্রাইসে বেশিরভাগ শেয়ার আটকে থাকায় ক্রেতা সংকট চলছে। ফলে বিনিয়োগ আটকে আছে। এ কারণে লেনদেন কমতে থাকলে কারসাজির সঙ্গে জড়িতরা এক অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে শেয়ার কেনাবেচা করে লেনদেন বেশি দেখানোর চেষ্টা করেন।
জানুয়ারির ২৩ কার্যদিবসের মধ্যে ১৩ কার্যদিবসে ব্লক মার্কেটের শেয়ার কেনাবেচা ছিল মোট লেনদেনের ১০ শতাংশের বেশি। ১১ জানুয়ারি ১৯৯ কোটি টাকার লেনদেনের ১০৮ কোটি টাকাই ছিল ব্লকে। গতকালের ৫৭৩ কোটি টাকার লেনদেনে ব্লক মার্কেটের অংশ ছিল ১২৫ কোটি ৩৪ লাখ টাকা, যা মোটের প্রায় ২২ শতাংশ। গতকালের লেনদেনে তৃতীয় অবস্থানে থাকা আইপিডিসির সোয়া ৪১ কোটি টাকা এবং চতুর্থ অবস্থানে থাকা ফরচুন সুজের ৪০ কোটি ৩২ লাখ টাকার লেনদেনের পুরোটাই হয়েছে ব্লক মার্কেটে।
মন্তব্য করুন