নির্বাহী আদেশে গত ১৮ জানুয়ারি বিদ্যুৎ ও শিল্প খাতের গ্যাসের দাম একবারে রেকর্ড ৮২ দশমিক ১০ শতাংশ বৃদ্ধি করে সরকার। প্রজ্ঞাপন অনুসারে আজ থেকে গ্যাসের বর্ধিত দাম কার্যকর হওয়ার কথা। তবে গ্যাস সরবরাহ না বাড়া পর্যন্ত বর্ধিত মূল্য কার্যকর বন্ধ রাখার দাবি জানিয়ে আসছেন ব্যবসায়ী নেতারা। সরকারের ঊর্ধ্বতন মহলেও এ বিষয়টি নিয়ে ভাবা হচ্ছে। জ্বালানি বিভাগের একাধিক সূত্র জানিয়েছে, বর্ধিত দাম এপ্রিল থেকে কার্যকর হতে পারে। তবে মঙ্গলবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত সরকার দাম বৃদ্ধি কার্যকর করার প্রজ্ঞাপন স্থগিত রাখার নির্দেশনা জারি করেনি।

ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন গত বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা এক চিঠিতে বলেন, 'আন্তর্জাতিক বাজারমূল্যের সঙ্গে সমন্বয় করে পরিস্থিতি বিবেচনায় গ্যাসের মূল্য সমন্বয়ের বিপক্ষে আমরা নই। তবে ভোক্তাদের ওপর চাপ না বাড়িয়ে প্রস্তাবিত দাম পুনর্নির্ধারণের অনুরোধ করছি। পুনর্নির্ধারিত দাম আগামী এপ্রিল থেকে কার্যকরের অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি।
এদিকে প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান গত বৃহস্পতিবার ঢাকার একটি হোটেলে টেক্সটাইল খাতের উদ্যোক্তাদের সঙ্গে আলোচনাকালে জানান, সরকার গ্যাসের বর্ধিত দাম মার্চ পর্যন্ত স্থগিত রাখার কথা ভাবছে। শিগগির এ বিষয়ে ঘোষণা আসতে পারে।

জ্বালানি বিভাগের একাধিক সূত্রও গতকাল সমকালকে জানিয়েছে, বর্ধিত মূল্য কার্যকরের তারিখ পেছাতে পারে। যেহেতু মার্চের বিল বর্ধিত দামে কার্যকর হবে, তাই কয়েক দিন পর এ সম্পর্কিত নির্দেশনা এলেও সমস্যা হবে না।

নতুন সিদ্ধান্ত অনুসারে বিদ্যুৎ উৎপাদনে ব্যবহূত প্রতি ঘনমিটার গ্যাসের দাম বর্তমানের ৫ টাকা ২ পয়সা থেকে ৮ টাকা ৯৮ পয়সা বেড়ে ১৪ টাকা হয়েছে (১৭৯ শতাংশ বৃদ্ধি)। শিল্পকারখানার ক্যাপটিভ বিদ্যুৎ উৎপাদনে গ্যাসের দাম প্রতি ইউনিটে ১৬ টাকা থেকে ১৪ টাকা বেড়ে ৩০ টাকা হয়েছে (৮৮ শতাংশ বৃদ্ধি)।

বৃহৎ শিল্পের ক্ষেত্রে ১১ টাকা ৯৮ পয়সা থেকে ১৮ টাকা ২ পয়সা বেড়ে ৩০ টাকা হয়েছে (১৫০ দশমিক ৪১ শতাংশ বৃদ্ধি)। মাঝারি শিল্পে প্রতি ঘনমিটার গ্যাসের দাম ১১ টাকা ৭৮ পয়সা থেকে ১৮ টাকা ২২ পয়সা বেড়ে হবে ৩০ টাকা (১৫৪ দশমিক ৬৭ শতাংশ বৃদ্ধি)। ক্ষুদ্র ও কুটিরশিল্পে ১০ টাকা ৭৮ পয়সা থেকে ১৯ টাকা ২২ পয়সা বেড়ে হয়েছে ৩০ টাকা (১৭৮ দশমিক ২৯ শতাংশ বৃদ্ধি)। এ ছাড়া হোটেল-রেস্তোরাঁ এবং অন্যান্য বাণিজ্যিক প্রতিষ্ঠানের বেলায় গ্যাসের মূল্য হবে ৩০ টাকা ৫০ পয়সা, যেখানে এতদিন দাম ছিল ২৬ টাকা ৬৪ পয়সা (১৪ শতাংশ বৃদ্ধি)।