-samakal-63dc86a623b30.jpg)
জনগণের পকেট কেটে মুনাফা করছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। অর্থ সংকট হলেই জ্বালানির দাম বাড়িয়ে দেওয়াটা সংস্থার একটা সহজ কৌশল। সংকট মোকাবিলায় আসলে কার্যকর কোনো নীতি কৌশল দেখা যায় না। এ-সংক্রান্ত যতটুকু নীতি আছে, তা শুধু সংশ্নিষ্টদের স্বার্থেই নেওয়া হয়েছে। সরকারের উচিত একটি জনমুখী জ্বালানি নীতি কৌশল নেওয়া।
গতকাল বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বেসরকারি গবেষণা সংস্থা সাউথ এশিয়ান ইকোনমিক মডেলিংয়ের (সানেম) নির্বাহী পরিচালক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. সেলিম রায়হান। সানেমের বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন উপলক্ষে অনলাইন প্ল্যাটফর্মে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংস্থার গবেষণা পরিচালক ড. সায়মা হক বিদিশাসহ অন্য গবেষকরা এ সময় উপস্থিত ছিলেন।
ড. সেলিম রায়হান বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহিবলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণ পেতে সরকারের সঙ্গে সংস্থার কী সমঝোতা হয়েছে, সেটা জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, গণহারে জ্বালানি ভর্তুকি বন্ধ করার বিষয়টি রয়েছে। দেশের অর্থনৈতিক পরিস্থিতি এবং রাজস্ব আহরণের গতিধারা অনুযায়ী এখন গণহারে ভর্তুকি দেওয়াও সম্ভব নয়। এ ধরনের সিদ্ধান্ত রাজনৈতিক নয়। বরং দেশের অর্থনীতির জন্য টার্নিং পয়েন্ট। জ্বালানি নীতির অভাবে বিশ্ববাজারের সঙ্গে মূল্য সমন্বয় হতে দেখা যায় না। জ্বালানির মূল্যবৃদ্ধির ক্ষমতাও এখন এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কাছ থেকে নিজের হাতে নিয়ে নিয়েছে সরকার। এখন গণশুনানিও হবে না। তিনি বলেন, আইএমএফের ঋণের বড় সাফল্য হচ্ছে বিশ্বব্যাংকসহ আন্তর্জাতিক অন্যান্য সংস্থা এখন বাংলাদেশের বিষয়ে আরও আস্থা পাবে। এসব সংস্থা থেকে স্বল্প সুদে ঋণ পাওয়া সহজ হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, আগামীকাল শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে দু'দিনের বার্ষিক অর্থনীতিবিদ সম্মেলন শুরু হবে। করোনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে অর্থনীতিতে একের পর এক অভিঘাতের চ্যালেঞ্জ এবং আগামীতে এ ধরনের সমস্যা মোকাবিলা ও তা থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা হবে এবারের সম্মেলনে। দক্ষিণ এশিয়াসহ বিভিন্ন অঞ্চলের মোট ১৫০ জন অর্থনীতিবিদ সম্মেলনে অংশ নিচ্ছেন। ২৩টি কর্ম অধিবেশনে ৮০টি প্রবন্ধ উপস্থাপন করা হবে। জ্যেষ্ঠ অর্থনীতিবিদদের সঙ্গে তরুণ অর্থনীতিবিদদের গবেষণা ও ভাবনাও তুলে ধরা হবে, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সংশ্নিষ্ট বিষয়ে সঠিক নীতি কৌশল গ্রহণে সহায়ক হবে।
মন্তব্য করুন