ডলার সংকটের মধ্যে প্রবাসী আয়ে ভালো খবর পাওয়া গেছে। চলতি বছরের প্রথম মাস জানুয়ারিতে প্রায় ১৯৬ কোটি ডলারের রেমিট্যান্স এসেছে। আগের বছরের একই মাসের তুলনায় যা ১৪ দশমিক ৯৩ শতাংশ বেশি। আর আগের মাস ডিসেম্বরের তুলনায় বেড়েছে ১৫ দশমিক ২৫ শতাংশ।

এদিকে চলতি অর্থবছরের জুলাই-জানুয়ারি সময়ে ব্যাংকিং চ্যানেলে মোট ১ হাজার ২৪৫ কোটি ডলার রেমিট্যান্স এসেছে। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ১ হাজার ১৯৪ কোটি ডলার। এর মানে অর্থবছরের প্রথম সাত মাসে বেড়েছে প্রায় ৫১ কোটি ডলার বা ৪ দশমিক ২৫ শতাংশ। গত অর্থবছর রেমিট্যান্স কমেছিল ১৫ দশমিক ১২ শতাংশ। এখন প্রবৃদ্ধির মূল কারণ গত বছরের দুর্বল ভিত্তি। হুন্ডি কমানো গেলে এর চেয়ে অনেক বেশি পরিমাণ রেমিট্যান্স আসত।

সংশ্নিষ্টরা জানান, হুন্ডি কারবারিরা প্রবাসীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা কিনে দেশে তাঁর সুবিধাভোগীর ব্যাংক অ্যাকাউন্ট, এমএফএসসহ বিভিন্ন মাধ্যমে টাকা পৌঁছে দিচ্ছেন। দর দিচ্ছে ব্যাংকের তুলনায় বেশি। ব্যাংকে বর্তমানে রেমিট্যান্স পাঠালে ১০৭ টাকা পাওয়া যায়।