- অর্থনীতি
- ছাগলের মাংসে কীটনাশক মিশিয়ে শিকার, বাঘের চামড়াসহ আটক ২
ছাগলের মাংসে কীটনাশক মিশিয়ে শিকার, বাঘের চামড়াসহ আটক ২
সুন্দরবনের বাঘের চামড়াসহ ২ শিকারিকে আটক করেছে র্যাব। সোমবার বিকেলে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার হরিনগর বাজার সংলগ্ন ধলপাড়া গ্রামের শেখ হাফিজুর রহমানের বাড়ি থেকে ওই চামড়া উদ্ধার করা হয়। মঙ্গলবার সকালে সদর দপ্তরে প্রেস ব্রিফিংয়ে র্যাব-৬ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোসতাক আহমেদ এ তথ্য জানিয়েছেন।
আটক দুইজন হলেন- সাতক্ষীরার শ্যামনগর এলাকার মো. হাফিজুর শেখ ও মো. ইসমাইল শেখ।
র্যাব-৬ জানায়, গত ৬ ফেব্রুয়ারি র্যাবের সাতক্ষীরা ক্যাম্পের একটি আভিযানিক দল সাতক্ষীরার শ্যামনগরের হরিণনগর ধল এলাকায় অভিযান চালিয়ে পাচারকারী চক্রের দুই সদস্যকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একটি বাঘের চামড়া উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মাছধরা ও গোলপাতা সংগ্রহের উদ্দেশ্যে সুন্দরবনে প্রবেশ করে ছাগলের মাংসের মধ্যে কীটনাশক ব্যবহার করে বাঘসহ বিভিন্ন ধরনের বন্যপ্রাণী শিকার করার কথা স্বীকার করেছে।
র্যাব আরও জানায়, আটকরা বাঘের চামড়া দেশে ও বিদেশে সৌখিন মানুষের কাছে কোটি টাকা মূল্যে বিক্রি করতেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কাজ চলছে।
মন্তব্য করুন