- অর্থনীতি
- এফটিএ ও পিটিএ করার তাগিদ ব্যবসায়ীদের
এফটিএ ও পিটিএ করার তাগিদ ব্যবসায়ীদের

স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বের হয়ে আসার পর আন্তর্জাতিক বাণিজ্যে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়বে বাংলাদেশ। তার প্রস্তুতি হিসেবে এখন থেকেই বিভিন্ন দেশ ও অঞ্চলের সঙ্গে মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) এবং অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি (পিটিএ) স্বাক্ষর ত্বরান্বিত করা দরকার।
সোমবার এফবিসিসিআই কার্যালয়ে সংগঠনের ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, ইন্টারন্যাশনাল ট্রেড বডিস, ডেভেলপমেন্ট পার্টনারস অ্যান্ড স্ট্র্যাটেজিক পার্টনারস বিষয়ক স্ট্যান্ডিং কমিটির বৈঠকে এসব কথা বলেন ব্যবসায়ীরা। গতকাল সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এফবিসিসিআইর সহসভাপতি এম এ মোমেন বলেন, দেশের সম্ভাবনাময় খাতগুলোকে বিদেশি বিনিয়োগকারীদের সামনে তুলে ধরতে মার্চে বাংলাদেশ বিজনেস সামিটের আয়োজন করা হবে।
এফবিসিসিআই সহসভাপতি মো. আমিন হেলালী বলেন, ব্যবসা বাণিজ্যকে শৃঙ্খলার মধ্যে আনতে হবে। আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণে আঞ্চলিক সহযোগিতা এবং বাণিজ্য চুক্তিতে যেতে হবে।
কমিটির ডিরেক্টর ইনচার্জ সৈয়দ মোয়াজ্জেম হোসেন বলেন, এফটিএ এবং পিটিএ বিষয়ে শিগগিরই এফবিসিসিআইর উদ্যোগে সেমিনারের অয়োজন করা হবে। কমিটির চেয়ারম্যান মো. শাফকাত হায়দার বলেন, বৈদেশিক বাণিজ্য সম্প্রসারণে দ্বিপক্ষীয় চুক্তি ও সম্পর্ক উন্নয়নের দিকে নজর দিতে হবে।
মন্তব্য করুন