হবিগঞ্জে জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছেন চা শ্রমিকরা। বুধবার বিকেল ৩টার দিকে জেলার নবীগঞ্জ উপজেলার ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে তাদের দাবি জানিয়ে জেলা প্রশাসক বরাবর একটি স্মারকলিপি দেন আন্দোলনকারী চা শ্রমিকরা।

চা শ্রমিকরা জানান, ইমাম ও বাওয়ানী চা বাগান শ্রমিকদের বকেয়া বোনাস তিন সপ্তাহ ধরে বন্ধ রেখেছে বাগান কর্তৃপক্ষ। বন্ধ রয়েছে মজুরি, রেশনও। এ ছাড়া বাগানের পতিত জমি বহিরাগত লোকদের লিজ হিসেবে দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে চা শ্রমিকরা বাগানে আন্দোলন করলেও কোনো সমাধান হচ্ছে না। তাই এবার বাধ্য হয়ে জেলা প্রশাসক কার্যালয়ের ভেতরে অবস্থান নিয়ে তারা বিক্ষোভ করেন। পরে জেলা প্রশাসকের কাছে প্রতিকার চেয়ে স্মারকলিপি দেন।

বেদেশ্বরী নামে এক নারী চা শ্রমিক জানান, তারা চা বাগানে কাজ করে সংসার চালান। এখন কয়েক সপ্তাহ ধরে বেতন, রেশন পাচ্ছেন না। তাই ছেলেমেয়েদের নিয়ে কীভাবে চলবেন ভেবে পাচ্ছেন না।

মানিক দাস নামে এক চা শ্রমিক জানান, তাদের সমস্যা সমাধানের যেন কেউ নেই। বেশ কিছুদিন ধরে বেতন, রেশন ও টাকা-পয়সা পাচ্ছেন না তারা। পরিবার নিয়ে খুবই অসহায় অবস্থায় রয়েছেন।

জয়ন্তী রানী নামে অপর এক নারী চা শ্রমিক বলেন, 'আমরা জেলা প্রশাসকের কাছে ভিক্ষা চাচ্ছি, তিনি যেন আমাদের সমস্যা সমাধান করে দেন। না হলে আমাদের না খেয়ে মরতে হবে।'

ইমাম চা বাগানের পঞ্চায়েত প্রধান ভজন রবি দাশ জানান, অনেকদিন ধরে বাগান কর্তৃপক্ষ পাওনা নিয়ে তাদের সঙ্গে টালবাহানা করছে। তাদের বেতন-ভাতা ও রেশন বন্ধ করে দিয়েছে। এখন তারা বাগানের অফিসও বন্ধ করে রেখেছে। তাই নিরুপায় হয়ে জেলা প্রশাসকের কাছে এসেছেন তারা।