- অর্থনীতি
- অর্গানিক পণ্যের ই-কমার্স প্ল্যাটফর্ম 'আমলকী'
অর্গানিক পণ্যের ই-কমার্স প্ল্যাটফর্ম 'আমলকী'

অনলাইন শপ আমলকী'র ওয়েবসাইট (ছবি-স্ক্রিনশর্ট থেকে নেওয়া)
যুক্তরাজ্য থেকে প্রাকৃতিক স্বাস্থ্য বিজ্ঞানে উচ্চতর পড়াশোনা শেষে দেশে ফিরে 'আমলকী' নামে অনলাইন শপ চালু করেছেন তরুণ উদ্যোক্তা নন্দিতা শারমিন। ফেসবুক থেকে শুরু হয়ে ই-কমার্সে (amlaki.org) পরিধি বেড়েছে আমলকী প্ল্যাটফর্মের।
ই-কমার্সের পাশাপাশি চালু আছে অফলাইন শপ। সম্পূর্ণ প্রাকৃতিক পণ্যনির্ভর ই-কমার্স প্রতিষ্ঠানটি সম্প্রতি নতুন তিনটি পণ্য চালুর ঘোষণা দিয়েছে। আমলকী প্ল্যাটফর্ম প্রসঙ্গে নন্দিতা বলেন, বর্তমানে দেশের ই-কমার্সের প্রসারের সঙ্গে বাড়ছে নতুন ভোক্তা শ্রেণি। যাঁরা অনলাইনেই প্রয়োজনীয় পণ্য কিনতে স্বাচ্ছন্দ্যবাধ করেন, তাঁদের জন্য সম্পূর্ণ প্রাকৃতিক উপাদানে তৈরি প্রসাধনী নিয়ে সোশ্যাল মিডিয়ায় আছে আমলকী।
ফেসবুক ও ইনস্টাগ্রাম প্ল্যাটফর্মে পাওয়া যাবে আমলকীর নতুন ময়েশ্চারাইজিং, সানস্ট্ক্রিন ও অ্যান্টি এইজ ক্রিম, যা ত্বকে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই কাজ করবে। দেশের সব মানুষের জন্য প্রাকৃতিক উপাদানে স্বাস্থ্য ব্যবস্থাপনায় অবদান রাখতে চান ই-কমার্স উদ্যোক্তা নন্দিতা। তাঁর স্বপ্ন, বিদেশনির্ভর প্রসাধনীর বাজারকে প্রাকৃতিক পণ্যের মাধ্যমে দেশীয় উদ্যোগে নিয়ে আসা। এ ক্ষেত্রে ই-কমার্স অন্যতম সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করেন তিনি।
মন্তব্য করুন