- অর্থনীতি
- বিপ্রপার্টি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের চুক্তি
বিপ্রপার্টি এবং আইসিবি ইসলামিক ব্যাংকের চুক্তি
গ্রাহকদের জন্য সহজ এবং দ্রুত হোম ফাইন্যান্সের সুবিধা দিতে সম্প্রতি আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেডের (আইসিবিআইবিএল) সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছে বিপ্রপার্টি।
এর মাধ্যমে আইসিবিআইবিএল বিপ্রপার্টির বিশেষ মর্টগেজ সল্যুশনের অংশীদার হিসেবে যুক্ত হলো। তারা বিপ্রপার্টির গ্রাহকদের দ্রুততম সময়ের মধ্যে হোম ফাইন্যান্সিং সুবিধা দেবে।
আইসিবিআইবিএল বিপ্রপার্টির গ্রাহকদের আকর্ষণীয় মুনাফা হার অফার করবে। আইসিবি ইসলামিক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শফিক-বিন-আব্দুল্লাহ এবং বিপ্রপাটি ডিরেক্টর (কমার্শিয়াল ও এরিয়া অপারেশনস) অনীক সীমান্ত চুক্তি স্বাক্ষর করেন।
বিষয় : বিপ্রপার্টি আইসিবি ইসলামিক ব্যাংক
মন্তব্য করুন