জলবায়ু পরিবর্তন ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার তালিকায় রাখতে বিশ্বব্যাংকের পরবর্তী প্রেসিডেন্টের প্রতি আহ্বান জানিয়েছে ভালনারেবল টোয়েন্টি (ভি২০) গ্রুপ। গতকাল সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই আহ্বান জানানো হয়েছে।
জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর অর্থমন্ত্রীদের নিয়ে ২০১৫ সালে গঠন করা হয় ভি২০ নামের গ্রুপটি। বাংলাদেশ এর অন্যতম সদস্য। মোট ৫৮টি দেশ রয়েছে এই ফোরামে। যাদের জনসংখ্যা প্রায় ১৫০ কোটি।
বিশ্বব্যাংকের নতুন নেতৃত্বকে জলবায়ু ইস্যুতে অত্যন্ত গুরুত্বসহকারে কাজ করার আহ্বান জানিয়েছেন ভি২০ গ্রুপের সভাপতি ও ঘানার অর্থমন্ত্রী কেন ওফোরি-আট্টা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের সমস্যা মোকাবিলায় আন্তর্জাতিক আর্থিক কাঠামোয় বড় ধরনের সংস্কার প্রয়োজন।
সম্প্রতি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগের ঘোষণা দেন বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড ম্যালপাস। ম্যালপাসের পদত্যাগের ঘোষণার পর কিছুদিন আগে ভারতীয় বংশোদ্ভূত অজয় বাঙ্গাকে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সব প্রক্রিয়া শেষ করে আগামী মে মাসে দায়িত্ব পেতে পারেন অজয় বাঙ্গা।