এবি ব্যাংক পাবনা জেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের নিজস্ব তত্ত্বাবধানে স্মার্ট কার্ডের মাধ্যমে কৃষিঋণ বিতরণ করেছে।

সম্প্রতি পাবনা জেলার বেড়া উপজেলার শহীদ আব্দুল খালেক স্টেডিয়ামে এ ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. শামসুল হক টুকু। বিশেষ অতিথি ছিলেন বেড়া পৌরসভার মেয়র অ্যাডভোকেট এসএম আসিফ শামস রঞ্জন, উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জীব কুমার গোস্বামী ও নূরে আলম। সভাপতিত্ব করেন এবি ব্যাংকের প্রেসিডেন্ট এবং ব্যবস্থাপনা পরিচালক তারিক আফজাল।