- অর্থনীতি
- তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো শুরু
তিন দিনব্যাপী এশিয়া ফার্মা এক্সপো শুরু

বৃহস্পতিবার বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির উদ্যোগে এবং জিপিই প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় শুরু হয়েছে ১৪তম এশিয়া ফার্মা এক্সপো।
প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সভাপতি নাজমুল হাসান। বিশেষ অতিথি ছিলেন ঔষধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ এবং ফার্মাসিউটিক্যালস এক্সপোর্ট প্রোমোশনাল কাউন্সিল অব ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল রবি উদয় ভাস্কর।
স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির সিনিয়র সহসভাপতি ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। সমাপনী বক্তব্য দেন বাংলাদেশ ঔষধ শিল্প সমিতির মহাসচিব এসএম শফিউজ্জামান।
উদ্বোধনী অনুষ্ঠানে নাজমুল হাসান বলেন, ১৪তম এশিয়া ফার্মা এক্সপো’ আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়নে বিরাট প্রভাব রাখবে।
মন্তব্য করুন