- অর্থনীতি
- বকেয়াসহ বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরির দাবি চা শ্রমিক সংঘের
বকেয়াসহ বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরির দাবি চা শ্রমিক সংঘের

প্রতীকী ছবি
আন্দোলনের পর ৫০ টাকা বাড়িয়ে গত বছর চা শ্রমিকদের দৈনিক মজুরি ১৭০ টাকা করা হয়। গত বছরের ২৯ আগস্ট থেকে এই দৈনিক মজুরি কার্যকর করা হলেও, অনেক চা বাগানে তা শ্রমিকদের দেওয়া হচ্ছিল না। তাই গত ছয় মাস যেসব বাগানে অতিরিক্ত ৫০ টাকা হিসেবে মজুরি বকেয়া আছে, সেখানে জনপ্রতি অন্তত ৩০ হাজার টাকা পরিশোধের জন্য চা শ্রমিকরা দীর্ঘদিন মালিক ও সরকারের কাছে দাবি জানিয়ে আসছিলেন। এ পরিপ্রেক্ষিতে গত ১ মার্চ শ্রম অধিদপ্তর এক পরিপত্রের মাধ্যমে জানায়, ঢাকায় শ্রম প্রতিমন্ত্রীর সভাপতিত্বে চা বাগান মালিকদের সংগঠন চা-সংসদ ও চা-শ্রমিক ইউনিয়ন নেতারা এক সমঝোতায় পৌঁছেছেন। সমঝোতা অনুযায়ী বকেয়া এরিয়ার থোক বরাদ্দ হিসেবে শ্রমিকদের জনপ্রতি ১১ হাজার টাকা করে দেওয়া হবে। এই সমঝোতা প্রত্যাখ্যান করে গণমাধ্যমে পাল্টা বিবৃতি দিয়েছে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটি।
শুক্রবার পাঠানো ওই বিবৃতিতে চা-শ্রমিক সংঘের মৌলভীবাজার জেলা কমিটির আহ্বায়ক রাজদেও কৈরী ও যুগ্ম আহ্বায়ক শ্যামল অলমিক মালিক আগের বকেয়াসহ বর্তমান বাজারদরের সঙ্গে সংগতিপূর্ণ মজুরি দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তাঁরা শ্রমআইন-২০০৬ এবং শ্রমবিধি ২০১৫ অনুযায়ী উৎসব বোনাস, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক দেওয়ার দাবি জানান। বাগানে তিন মাস কাজ করলেই একজন শ্রমিককে স্থায়ী করারও দাবি জানানো হয়।
মন্তব্য করুন