- অর্থনীতি
- বিআইবিএমে শুরু হচ্ছে টেকসই ব্যাংকিংয়ের ওপর নতুন কোর্স
বিআইবিএমে শুরু হচ্ছে টেকসই ব্যাংকিংয়ের ওপর নতুন কোর্স

ফ্রাঙ্কফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও বিআইবিএমের যৌথ উদ্যোগে ‘সার্টিফায়েড এক্সপার্ট অন সাসটেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক নতুন কোর্স চালু করা হয়েছে। রাজধানীর বিআইবিএম মিলনায়তনে সম্প্রতি এক অনুষ্ঠানে ইআরডি সচিব শরিফা খান বাংলাদেশে জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কো-অপারেশন ফ্লোরিয়ান হোলেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল প্রমুখ উপস্থিত ছিলেন- ফটাে রিলিজ
দেশে শুরু হচ্ছে ‘সার্টিফায়েড এক্সপার্ট অন সাসটেইনেবল ফাইন্যান্স’ শীর্ষক একটি নতুন কোর্স। জার্মানির ফ্রাংকফুর্ট স্কুল অব ফাইন্যান্স অ্যান্ড ম্যানেজমেন্ট ও বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) যৌথ উদ্যোগে দেশে এবারই প্রথম এ ধরনের কোর্স চালু হচ্ছে। ব্যাংকার ও অন্যান্য অংশীজনের টেকসই অর্থায়ন-সম্পর্কিত বিষয়ে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আর্থিক খাতের সক্ষমতা বাড়ানো এর লক্ষ্য।
বিআইবিএম গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানায়, কোর্সটিতে অর্থায়ন করেছে জিআইজেড বাংলাদেশ ও অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) বাস্তবায়িত দ্বিপক্ষীয় প্রকল্প ‘ইমপ্রুভড কোঅর্ডিনেশন অব ইন্টারন্যাশনাল ক্লাইমেট ফাইন্যান্স’।
এ উপলক্ষে রাজধানীর বিআইবিএম মিলনায়তনে সম্প্রতি এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরিফা খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জার্মান দূতাবাসের হেড অব ডেভেলপমেন্ট কোঅপারেশন ফ্লোরিয়ান হোলেন এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ও বিআইবিএমের নির্বাহী কমিটির চেয়ারম্যান আহমেদ জামাল।
বিআইবিএমের অধ্যাপক ড. শাহ মো. আহসান হাবীবের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জিআইজেড বাংলাদেশের আইসিআইসিএফ প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ড. ফেরদৌস আরা হোসাইন, বিআইবিএমের মহাপরিচালক ড. মো. আখতারুজ্জামানসহ বাংলাদেশ ব্যাংক, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এবং জিআইজেডের কর্মকর্তারা।
বিআইবিএম জানায়, ‘সার্টিফায়েড এক্সপার্ট ইন সাসটেইনেবল ফাইন্যান্স’ কোর্সটিকে দুটি মডিউলে সাজানো হয়েছে– ফ্রাংকফুর্ট স্কুলের সঙ্গে ছয় মাসের অনলাইন মডিউল এবং বিআইবিএম ক্যাম্পাসে তিন মাসের ক্লাসরুম মডিউল। প্রথম পাইলট ব্যাচের জন্য ২৫ জন ব্যাংকার ও অংশীজন বাছাই করা হয়েছে।
মন্তব্য করুন