- অর্থনীতি
- অভিনব কৌশলে টাকা আত্মসাতের অভিযোগ
অভিনব কৌশলে টাকা আত্মসাতের অভিযোগ

প্রতীকী ছবি
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার পরানপুর গ্রামের এক দম্পতির বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। এ বিষয়ে রাজিয়া বেগম নামে এক নারী গত শুক্রবার রাতে কাশিয়ানী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। তবে এ বিষয়ে অভিযুক্তরা বক্তব্য দিতে রাজি হননি।
অভিযোগে রাজিয়া বেগম জানান, অভিযুক্ত নারী ও তাঁর স্বামী ইলিয়াস আলী মোল্যার টাকার প্রয়োজন হয়। তাঁরা ‘পদক্ষেপ’ ও ‘টিএমএসএস’ থেকে টাকা তুলে দিতে বলেন। রাজিয়া সরল বিশ্বাসে পদক্ষেপ থেকে তিন লাখ ও টিএমএস থেকে এক লাখ টাকা তুলে দেন। দম্পতি কয়েক মাস কিস্তির টাকা পরিশোধ করলেও ফেব্রুয়ারির টাকা দেননি। এনজিওকর্মীরা তাঁকে টাকা দিতে বলেন।
রাজিয়া আরও অভিযোগ করেন, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন– ওই দম্পতি প্রতারণার মাধ্যমে একইভাবে অন্যদের দিয়ে টাকা তুলে কিস্তি পরিশোধ করেন না। একই পাড়ার লাভলী বেগমকে দিয়ে কয়েকটি এনজিও সংস্থা থেকে ৭ লাখ ৬০ হাজার টাকা তুলেছেন।
এ ছাড়া মায়া বেগমকে দিয়ে ৩ লাখ ৮০ হাজার, রেকসোনা বেগমের মাধ্যমে ৯ লাখ ৮০ হাজার, মিতা বেগমকে দিয়ে এক লাখ, মমতাজ বেগমকে দিয়ে ২ লাখ ৬০ হাজার ও জেসমিন বেগমের মাধ্যমে ১ লাখ ৩০ হাজার টাকা তুলেছেন।
ভুক্তভোগী জেসমিন বেগম জানান, তিনি বিদেশ থেকে বাড়িতে ফিরলে অভিযুক্ত নারী টাকা ধার নেন। পরের মাসে ঋণ নিয়ে ফেরত দেবেন বললেও দেননি। এখন জানতে পেরেছেন, অনেকেই টাকা পাবেন তাঁর কাছে।
রেকসোনা বেগম বলেন, ‘আমাদের সঙ্গে এত ভালো ব্যাবহার করেছে যে, আমরা বুঝতেই পারিনি এত বড় বিপদে ফেলবে। আমি সরল মনে এনজিও থেকে টাকা তুলে দিয়েছি।’
এ বিষয়ে অভিযুক্ত দম্পতির সঙ্গে কথা বলতে গেলে তাঁরা কোনো কথা বলতে রাজি হননি। এক পর্যায়ে ঘরের দরজা বন্ধ করে দেন।
কাশিয়ানী থানার এসআই দেওয়ান সাদেকুল ইসলাম বলেন, রাজিয়া বেগমের অভিযোগ তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন