- অর্থনীতি
- গুলিস্তানে বিস্ফোরণ: ব্যাংক থেকে টাকা বের করে আনলেন ৩ কর্মকর্তা
গুলিস্তানে বিস্ফোরণ: ব্যাংক থেকে টাকা বের করে আনলেন ৩ কর্মকর্তা

ছবি: সমকাল
রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণস্থলে রয়েছে বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি শাখা। গতকাল বিস্ফোরণে পর আজ পুলিশের সঙ্গে কার্যালয়ে প্রবেশ করেছেন ব্যাংকের তিন কর্মকর্তা।
বুধবার সকাল ১১টার দিকে তারা ব্যাংকের কার্যালয়ে প্রবেশ করেন বলেন সমকালকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. শাহজাহান।
তিনি জানান, ব্যাংকের কর্মকর্তারা কার্যালয়ে প্রবেশ করে সেখান থেকে টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র বের করে এনেছেন।
গুলিস্তানের পাশে সিদ্দিকবাজারে নর্থ সাউথ রোডের গ্রিন সুপারমার্কেটের উল্টো পাশের বহুতল ভবনে মঙ্গলবার বিকেল পৌনে ৫টার দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এখন পর্যন্ত নিহত ১৭ জনের মধ্যে ১৬ জনের পরিচয় জানা গেছে। নিহতদের মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন শতাধিক মানুষ।
মন্তব্য করুন