- অর্থনীতি
- ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন অর্থনৈতিকভাবে সাশ্রয়ী
ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদন অর্থনৈতিকভাবে সাশ্রয়ী

গ্রিডের তুলনায় সোলার রুফটপ বা ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের ব্যয় কম। জাতীয় গ্রিডের বিদ্যুতের মূল্য সাম্প্রতিক সময়ে বাড়ানো হয়েছে এবং ভবিষ্যতে বাড়তে পারে। এ বিবেচনায় সোলার রুফটপ থেকে উৎপাদিত বিদ্যুৎ অর্থনৈতিকভাবে আরও সাশ্রয়ী হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে। ইডকলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রামের হোটেল র্যাডিসনে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কোম্পানি লিমিটেড (ইডকল) আয়োজিত ‘শিল্প-কারখানার ছাদে সোলার সিস্টেম স্থাপন : সম্ভাবনা ও সুবিধা’ শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানানো হয়। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সদস্যদের মাঝে রুফটপ সোলার প্রযুক্তিকে উৎসাহিত করাই ছিল কর্মশালার উদ্দেশ্য।
ইডকলের নির্বাহী পরিচালক ও সিইও আলমগীর মোরসেদ, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (সিসিসিআই) সভাপতি আলমসহ ইউকলের কর্মকর্তারা এবং সিসিআইএর সদস্যরা কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালায় জানানো হয়, বাংলাদেশ সরকার ২০৩০ সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানি উৎস থেকে ৪,২০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করেছে।
আলমগীর মোরসেদ বলেন, ‘নবায়নযোগ্য শক্তি প্রকল্পের অধীনে, ইডকল শুধুমাত্র বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানকে কম খরচে অর্থায়নই করে না, বরং তাদের প্রযুক্তিগত সহায়তা, মানসম্পন্ন সরঞ্জাম ক্রয় এবং সক্ষমতা বাড়াতে সহায়তা করে, যা এই খাতের উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রুফটপ সোলার উৎস থেকে বাংলাদেশের ৪,০০০ মেগাওয়াটেরও বেশি বিদ্যুৎ উৎপাদনের সম্ভাবনা রয়েছে। ইডকল ২০২৫ সাল নাগাদ ৩০০ মেগাওয়াটপিক রুফটপ সোলার প্রকল্পে অর্থায়ন করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
মন্তব্য করুন