- অর্থনীতি
- ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর
ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার রেমিট্যান্স উৎসবে মোটরসাইকেল হস্তান্তর

ইসলামী ব্যাংক-রিয়া মানি ট্রান্সফার ক্যাশ রেমিট্যান্স উৎসবে প্রথম মোটরসাইকেল বিজয়ীর কাছে মোটরসাইকেল হস্তান্তর অনুষ্ঠান সম্প্রতি যশোরের একটি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে।
মালয়েশিয়াপ্রবাসী মো. মফিজের পাঠানো রেমিট্যান্সের জন্য জীবননগর শাখার গ্রাহক তাঁর স্ত্রী মোছা. হামিদা বেগম এ পুরস্কার পেয়েছেন।
ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মুহাম্মদ কায়সার আলী এ পুরস্কার হস্তান্তর করেন। এ সময় এসইভিপি মো. মাকসুদুর রহমান, ইভিপি একেএম মাহবুব মোর্শেদ, আহমেদ জোবায়েরুল হক ও যশোর জোনপ্রধান মো. শফিউল আজম উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন