- অর্থনীতি
- ফতুল্লায় সবুজ কারখানা পরিদর্শন করলেন এডিবি’র প্রেসিডেন্ট
ফতুল্লায় সবুজ কারখানা পরিদর্শন করলেন এডিবি’র প্রেসিডেন্ট

শ্রমিকেরা এডিবি’র প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়াকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।
বাংলাদেশ সফররত এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মাসাতসুগু আসাকাওয়া মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জের ফতুল্লায় অবস্থিত বিশ্বের অন্যতম শীর্ষস্থানীয় সবুজ কারখানা প্লামি ফ্যাশনস্ লিমিটেড পরিদর্শন করেন।
এ সময় প্লামি ফ্যাশনস্ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল হক কারখানার বৈশিষ্ট তুলে ধরেন। আসাকাওয়া বাংলাদেশের গার্মেন্টস্ সেক্টরের সবুজ অগ্রযাত্রায় প্লামি ফ্যাশনস্ লিমিটেডের প্রশংসা করেন। তিনি বাংলাদেশের সার্বিক উন্নয়নে এডিবি’র সক্রিয় সহযোগিতার কথাও পুনর্ব্যক্ত করেন।
এডিবি’র বাংলাদেশ অফিসের প্রধান এডিমন গিনটিং স্থানীয় প্রাইভেট সেক্টরের সঙ্গে আরও সম্পৃক্ত হয়ে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন। পরে এডিবি প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীরা কারখানার বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। এ সময় কারখানার শ্রমিকেরা তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

এডিবি’র বিকল্প নির্বাহী পরিচালক মো. আজিজুল আলম, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ্ আলম সারওয়ার, প্লামি ফ্যাশনস্ লিমিটেডের পরিচালক ফয়সাল পরাগ ও রঞ্জন ধর, এডিবি’র প্রধান কার্যালয় ও স্থানীয় অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং নারায়ণগঞ্জ জেলা ও পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন