- অর্থনীতি
- নাসিকের ফটকে ময়লা ছুড়ে প্রতিবাদ পরিচ্ছন্নতাকর্মীদের
বেতন বৃদ্ধিসহ ছয় দাবি
নাসিকের ফটকে ময়লা ছুড়ে প্রতিবাদ পরিচ্ছন্নতাকর্মীদের

বেতন বৃদ্ধি, নিয়োগপত্র দেওয়াসহ ছয় দফা দাবি আদায়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) ভবনের প্রধান ফটকে ময়লা-আবর্জনা ছুড়ে প্রতিবাদ করেছেন পরিচ্ছন্নতাকর্মীরা। আজ মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।
এ সময় তাঁরা সিটি করপোরেশনে আসা লোকজনকে বাধা দেন এবং এক পর্যায়ে বেশ কয়েকজনের প্রাইভেট কার ও মোটরসাইকেলে ময়লা ছিটিয়ে দেন।
আন্দোলনকারীদের বোঝাতে নগর ভবনের নিজ কার্যালয় থেকে বের হয়ে নিচে আসেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। পরিচ্ছন্নতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘তিন মাস আগে বেতন বেড়েছে, আপনারা কি জানেন না? জানলে কেন আন্দোলন করতে এসেছেন?’
এ সময় আন্দোলনকারীরা জানান, তাঁরা এখনও বর্ধিত বেতন পাননি। জবাবে মেয়র বলেন, ‘টাকা নেই বলে বর্ধিত বেতন দিতে পারিনি। বেতন হয়েছে ৮ হাজার, সঙ্গে বাসাভাড়া বাবদ সবাই ৫ হাজার টাকা পাবেন।’
এ সময় আক্ষেপ করে আইভী বলেন, ‘বেতন বাড়ানোর পরও আন্দোলনে স্পষ্ট, কারও ইন্ধনে এটি হচ্ছে। আমার বিরুদ্ধে আন্দোলন করেন, অবরুদ্ধ করেন, স্লোগান দেন, সমস্যা নেই। কিন্তু ময়লা ফেলার মতো দুঃসাহস কীভাবে দেখালেন? এটি কোন ধরনের আচরণ? আপনাদের পেছনে কারা, তা আমি ভালো করেই জানি।’
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১১টার দিকে দাবি আদায়ে নগরীর নিতাইগঞ্জের সিটি করপোরেশন ভবনের প্রবেশপথে মানববন্ধন করেন পরিচ্ছন্নতাকর্মীরা। পরে দুপুর ১টার দিকে মানববন্ধনের শেষ পর্যায়ে তাঁরা প্রধান ফটকে ময়লা ছুড়ে মারেন। বেশ কয়েকজন দোতলায় গিয়ে নিবন্ধন শাখাতেও ময়লা ছিটানোর চেষ্টা করেন। মানববন্ধন করায় মেয়রের পক্ষে সিদ্ধিরগঞ্জের কয়েকজন কাউন্সিলর হুমকিধমকি দেন বলেও অভিযোগ করেন আন্দোলনকারীরা।
এ বিষয়ে সিটি করপোরেশন ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক কিশোর লাল বলেন, ‘আন্দোলন বানচালে অনুপ্রবেশকারীরা এটি করেছে। আমরা এর সঙ্গে জড়িত না।’
তিনি আরও বলেন, ‘তিন মাস আগে বেতন বাড়ালেও মেয়র আমাদের সঙ্গে বসে আলোচনা করেননি। তিনি আমাদের ইউনিয়নকে পাত্তা দেন না।’
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন কর্মচারী ইউনিয়নের উপদেষ্টা ও জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম বলেন, ‘সুইজারল্যান্ডে ঘণ্টায় পরিচ্ছন্নতাকর্মী ৩ হাজার ডলার পান, তাদের নিয়োগপত্র দেওয়া হয়। সন্তানদের শিক্ষা, পরিবারের সদস্যদের চিকিৎসার নিশ্চয়তা থাকে। আমরা ন্যূনতম দৈনিক মজুরি ৬৫০ ও ট্রাকশ্রমিকরা ৭৫০ টাকা চাচ্ছি। এটি অযৌক্তিক না।’
প্রসঙ্গত, নাসিকে ১ হাজার ২৪০ পরিচ্ছন্নতাকর্মী আছেন। তাঁরা সরকারি বাড়িতে থাকেন। নিতাইগঞ্জে তাঁদের জন্য ১০তলা ভবন করা হয়েছে।
মন্তব্য করুন