সম্প্রতি বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এফবিসিসিআই আয়োজিত বাংলাদেশ বিজনেস সামিটে ওষুধ ও স্বাস্থ্য খাতবিষয়ক কর্ম অধিবেশন অনুষ্ঠিত হয়।

অধিবেশনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালসের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির। পরে আয়োজকদের পক্ষ থেকে আব্দুল মুক্তাদিরের হাতে ক্রেস্ট তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব শরীফা খাতুন। সংবাদ বিজ্ঞপ্তি।