সম্প্রতি রাজধানীতে এফবিসিসিআই বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০২৩ ও গালা নাইটে একটি কো-ব্র্যান্ড ভিসা ক্রেডিট কার্ডের উদ্বোধন করেছে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল)।

এফবিসিসিআইর ৫০ বছর পূর্তি উপলক্ষে চালুকৃত এ কার্ডে সংগঠনটির কর্মকর্তা-কর্মচারী এবং সদস্যরা নিরাপদ ও সুবিধাজনক পেমেন্ট সল্যুশন সুবিধা পাবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এফবিসিসিআইর সভাপতি মো. জসিম উদ্দিন, ইবিএলের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার প্রমুখ। সংবাদ বিজ্ঞপ্তি।