- অর্থনীতি
- সিঙ্গারের ‘ঈদের আগেই ঈদ’ অফার
সিঙ্গারের ‘ঈদের আগেই ঈদ’ অফার

পবিত্র রমজান মাস ও ঈদুল ফিতর উপলক্ষে শীর্ষস্থানীয় কনজ্যুমার ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স কোম্পানি সিঙ্গার বাংলাদেশ শুরু করেছে আকর্ষণীয় ঈদ অফার ‘ঈদের আগেই ঈদ’।
সিঙ্গারের কনজ্যুমার প্রমোশন প্ল্যাটফর্ম ‘রেড এস ডিল’ মানেই নানা অফার। এই ক্যাম্পেইন চলাকালীন সিঙ্গার থেকে পণ্য কিনে এসএমএসের মাধ্যমে ক্রেতারা প্রতি সপ্তাহে জিতে নিতে পারেন ১ লাখ টাকা পর্যন্ত ঈদ সালামি ভাউচার।
এ ছাড়া বোনাস গিফটসহ বিভিন্ন পণ্যে আছে আকর্ষণীয় অদল-বদল অফার ও ডিসকাউন্ট। সিঙ্গার রেফ্রিজারেটর অদল-বদল অফারে পাচ্ছেন ২০ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট। এ ছাড়াও থাকছে ২৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট ডাইরেক্ট কুল রেফ্রিজারেটরে। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন