বাংলাদেশের বস্ত্র ও পোশাক শিল্পে উদ্ভাবনী চর্চা এগিয়ে নিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ২০২৩-২৪’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ টেক্সটাইল টুডে। এ লক্ষ্যে বাংলাদেশ টেক্সটাইল টুডে ও সেন্ট্রু টেক্স লিমিটেডের মধ্যে গত সোমবার একটি সমঝোতা স্মারক সই হয়েছে। 

সেন্ট্রু টেক্সের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে টেক্সটাইল টুডে’র প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক আমিন এবং সেন্ট্রু টেক্সের প্রধান অপারেটিং অফিসার নিকোলাস এন্টন সমঝোতা স্মারকে সই করেন। এ সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

সমঝোতা স্মারকের আওতায় সেন্ট্রু টেক্স লিমিটেড অষ্টমবারের মতো আয়োজিত হান্টের টাইটেল স্পন্সর থাকবে। এ কার্যক্রমে সহযোগিতায় বাংলাদেশ টেক্সটাইল টুডের সঙ্গে কাজ করবে তারা।

তারেক আমিন বলেন, গতবারের প্রতিযোগিতায় টেক্সটাইল ট্যালেন্ট হান্ট ১০০টি ইনোভেশন প্রজক্ট নিয়ে কাজ করেছে। সেখানে বিশ্ববিদ্যালয় ও শিল্পজগতের ৩০০ জন বিশেষজ্ঞ নির্বাচিত ১০০ জন ছাত্র-ছাত্রীর সঙ্গে মেন্টর ছিলেন।

নিকোলাস এন্টন জানান, এই সমঝোতা স্মারক উভয়পক্ষের জন্যই ‘উইন-উইন’ বিষয়। সেন্ট্রু টেক্স সবসময় ইন্ডাস্ট্রিতে ইনোভেশন ছড়িয়ে দিতে কাজ করছে। এখন টেক্সটাইল টুডে’র মতো প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করতে পেরে তারা আনন্দিত।

টেক্সটাইল ট্যালেন্ট হান্ট বাংলাদেশ টেক্সটাইল টুডের একটি উদ্যোগ, যা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল গার্মেন্টস এবং ফ্যাশনে অধ্যয়নরত আন্ডারগ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য একটি প্রতিভা সমৃদ্ধ প্রতিযোগিতার আয়োজন। প্রতিযোগিতার মূল উদ্দেশ্য ভবিষ্যতের বস্ত্র প্রকৌশলীদের ভবিষ্যৎ নেতৃত্বকে গবেষণার মধ্য দিয়ে আধুনিক ইনোভেশন প্রজেক্ট নিয়ে কাজ করতে উৎসাহিত করা।

বিষয় : টেক্সটাইল ট্যালেন্ট হান্ট টেক্সটাইল টুডে সেন্ট্রু টেক্স

মন্তব্য করুন