- অর্থনীতি
- আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে যাবে শেলটেক: প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ
আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রেখে যাবে শেলটেক: প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ

শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ।
আবাসন নির্মাতা প্রতিষ্ঠান শেলটেকের চেয়ারম্যান প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ বলেছেন, ‘ব্যবসা সম্প্রসারণের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দেশের আর্থ-সামাজিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে ভূমিকা রেখে যাবে শেলকেট গ্রুপ।’
তিনি বলেন, ‘আবাসন খাতে ক্রেতাদের আস্থা ও বিশ্বাসের জায়গায় শেলকেট অনন্য। নাগরিক সুযোগ-সুবিধা ও পরিকল্পিত আবাসনকে প্রাধান্য দিয়ে আবাসন খাতে শেলটেক একটা আস্থার জায়গায় তৈরি করেছে।’
রোববার (১২ মার্চ) শেলটেকের ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ বলেন, ‘৩৫ বছরের যাত্রায় আবাসনের পাশাপাশি নির্মাণ ব্যবসা, প্রিমিয়াম ফ্লোর ও ওয়াল টাইলস, তারকা মানের বুটিক হোটেল, বৈদ্যুতিক খুঁটি, এভিয়েশন, ব্রোকারেজ হাউজসহ বিভিন্ন ব্যবসায় যুক্ত হয়েছে শেলটেক।’

গত চার বছরে শেলটেক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ দক্ষ উদ্যোক্তা হিসেবে তার নেতৃত্বগুণ, পণ্য উৎপাদন ও বিতরণে প্রযুক্তি সংযোজন এবং অর্থনীতিতে বিশেষ ভূমিকার মাধ্যমে প্রতিষ্ঠানকে পরিণত করেছেন দেশের অন্যতম শিল্পগোষ্ঠীতে। ৩৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনায় তিনি বলেন, শেলটেক পরিবেশবান্ধব আবাসিক প্রকল্প গড়ে তোলার মাধ্যমে আধুনিক ঢাকার স্বপ্ন বাস্তবায়নে ৩৫ বছর ধরে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক মানের ব্যবস্থাপনা নিশ্চিত করায় শেলটেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন অর্গানাইজেশনের আইএসও (ISO 9001:2015) সনদপ্রাপ্ত বাংলাদেশের শীর্ষ আবাসন কোম্পানিগুলোর একটি। ব্যবসা সম্প্রসারণ, অর্থনীতির বিকাশ এবং উন্নয়নে শেলটেক দেশ ও মানুষের জন্য কাজ করে যাবে।
প্রতিষ্ঠাবার্ষিকীতে পান্থপথে শেলটেকের প্রধান কার্যালয়ে প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক ড. তৌফিক এম সেরাজের নামে মিলনায়তন উদ্বোধন করেন প্রকৌশলী কুতুবউদ্দীন আহমেদ। এ সময় ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদসহ ব্যবস্থাপনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন