প্রতিবছর রমজান, ঈদসহ বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে সক্রিয় হয়ে উঠে জাল নোট কারবারীরা। ৫০০ ও ১০০০ হাজার টাকার নোট জাল করার প্রবণতা বেশি দেখা যায়। জাল কারবারীদের ঠেকাতে জনসচেতনতার জন্য ব্যাংকগুলোকে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আসল নোট চেনার উপায় বিষয়ে রাস্তার মোড় ও ব্যাংক শাখায় ভিডিও চিত্র প্রচার করতে বলা হয়েছে। আজ রোববার এ সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোতে পাঠানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, বিভিন্ন উৎসবের আগে নোট জালকারী চক্রের অপতৎপরত বেড়ে যায়। রমজান মাসে জালকারী চক্রের অপত্যৎপরতা রোধে জনসমাগমস্থলে ব্যাংকগুলোকে আসল নোটের নিরাপত্তা বৈশিষ্ট সম্বলিত ভিডিও চিত্র প্রচার করতে হবে। ঢাকা শহরে কোথায় কবে দেখাতে হবে তা বলা হয়েছে।

ঢাকার বাইরে বাংলাদেশ ব্যাংকের শাখা অফিস নির্ধারিত সূচী অনুযায়ী বগুড়া জেলাসহ অন্যান্য বিভাগীয় শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড় বা জনসমাগমস্থলে ভিডিও প্রচার করতে হবে। সন্ধার পর কমপক্ষে এক ঘন্টা করে এ ধরনের ভিডিও প্রচার করতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক নির্ধারিত জনগুরুত্বপূর্ণ এলাকায় ভিডিও প্রচারের পাশাপাশি প্রতিটি শাখায় গ্রাহকদের জন্য স্থাপিত টিভি মনিটরে পুরো ব্যাংকিং সময়ে একই ভিডিও প্রদর্শন করতে হবে। গ্রাহকদের নোট গ্রহণ ও দেওয়ার কাজটি সতর্কতার সঙ্গে নিতে হবে। আর এটিএম মেশিনে টাকা ফিডিংয়ের আগে অবশ্যই জাল নোট সনাক্তকারী মেশিন দিয়ে পরীক্ষা করে নিতে হবে।

ঢাকার রাস্তায় ২৯ মার্চ এবং ৫ ও ১৬ এপ্রিল ৩০টি ব্যাংক নির্ধারিত স্থানে ভিডিও প্রদর্শন করবে। আর ৩০ মার্চ এবং ৬ ও ১৭ এপ্রিল ২৮টি ব্যাংক ভিডিও প্রচার করবে।