- অর্থনীতি
- সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ
সাশ্রয়ী মূল্যে পণ্য বিক্রি করছে দেশবন্ধু গ্রুপ

রমজান উপলক্ষে সাশ্রয়ী মূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে দেশবন্ধু গ্রুপ। প্রতিদিন রাজধানীর পাঁচটি স্থানে ট্রাকে করে চিনি, চাল এবং কোমল পানীয় বিক্রি করবে প্রতিষ্ঠানটি। সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল ১০টা থেকে বাংলাদেশ ব্যাংক ও জাতীয় প্রেস ক্লাবের সামনে, নিউমার্কেট, কারওয়ান বাজার এবং বিজয় সরণির কলমিলতা মার্কেট এলাকায় পণ্য বিক্রি করবে প্রতিষ্ঠানটি।
গতকাল রোববার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। দেশবন্ধু গ্রুপের চেয়ারম্যান গোলাম মোস্তফার সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এএইচএম সফিকুজ্জামান, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন, দেশবন্ধু গ্রুপের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সারোয়ার জাহান তালুকদার, দৈনিক আজকালের খবরের সম্পাদক ফারুক আহমেদ তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, রমজান মাসে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। দেশবন্ধুর মতো অন্য বড় শিল্প গ্রুপগুলোও এগিয়ে এলে সাধারণ মানুষ উপকৃত হবে।
গোলাম মোস্তফা বলেন, ব্যবসায়িক উদ্দেশ্য নয়, টিসিবির আদলে মানুষের সেবায় এগিয়ে এসেছে দেশবন্ধু গ্রুপ। প্রতিটি ট্রাকে ১০ টন পণ্য থাকবে। রমজান মাসজুড়ে চলবে এ বিক্রি কার্যক্রম।
মন্তব্য করুন