বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠানগুলোর উৎপাদিত পণ্য সংক্রান্ত সেবা এখন এক জায়গা থেকেই পাওয়া যাবে। এ জন্য রাজধানীর কারওয়ান বাজারে বিএসইসির প্রধান কার্যালয়ে ওয়ান স্টপ সেলস অ্যান্ড সার্ভিস সেন্টার স্থাপন করা হয়েছে।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে রোববার এ সেন্টারের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো. শহিদুল হক ভুঁঞা। এ সময় বিএসএসির পরিচালক ও প্রতিষ্ঠানটির অঙ্গ প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

শহিদুল হক ভুঁঞা বলেন, বিএসইসির অধীনে নয়টি প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানে গাড়ি, মোটরবাইক, টিউব, বৈদ্যুতিক ক্যাবল ও ট্রান্সফরমারসহ বিভিন্ন পণ্য উৎপাদন হয়। গ্রাহকেরা এখন বিএসইসি ভবনে আসলেই পণ্য কেনা বা সেবা সম্পর্কে জানতে পারবেন। এক ছাতার নিচেই সব ধরনের পণ্যের সেবা পাবেন।

তিনি বলেন, ইস্টার্ন ক্যাবল রপ্তানি হচ্ছে। শিগগিরই গাজী ওয়ারসের পণ্যও রপ্তানি হবে। গাজী ওয়ারস সাধারণত সুপার বিদ্যুৎ খাতের এনামেল কপার ওয়্যারজাতীয় পণ্য উৎপাদন করে।

বিএসইসি ভবনে সার্ভিস সেন্টারে ছোট আকারে নয়টি বুথ স্থাপন করা হয়েছে। এগুলো হলো- এটলাস বাংলাদেশ, ন্যাশনাল টিউবস, ইস্টার্ন কেবসল্‌, ইস্টার্ন টিউবস, গাজী ওয়্যারস, জেনারেল ইলেকট্রিক ম্যানুফেকচারিং, প্রগতি ইন্ডাস্ট্রিজ, বাংলাদেশ ব্লেড ফ্যাক্টরি এবং ঢাকা স্টিল ওয়ার্কস।