রাজধানীর বাড্ডায় বিক্ষোভ মিছিল করেছে জামায়াতে ইসলামী। দলীয় আমির ডা. শফিকুর রহমানসহ অন্য নেতাদের মুক্তি, দ্রব্যমূল্য কমানো, হজের খরচ কমানো ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে এ মিছিল করে জামায়াতের ঢাকা মহানগর উত্তর শাখা।

মঙ্গলবার বিকেলে জামায়াতের কয়েকশ’ নেতাকর্মী বাড্ডা শাহজাদপুর বাসট্যান্ড এলাকায় জড়ো হন। সেখান থেকে ব্যানার নিয়ে মিছিল শুরু করেন তারা। মিছিলটি গুলশান লিংক রোডে গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন। এতে নেতৃত্ব দেন উত্তরের সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিম। পুলিশ আসার আগে সেখান থেকে চলে যান তারা। 

মিছিলে অংশ নেন মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি মাহফুজুর রহমান, নাজিম উদ্দীন মোল্লা, ডা. ফখরুদ্দীন মানিক প্রমুখ। 

গত তিন মাসে জামায়াত চারবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিছিলের অনুমতি চেয়ে আবেদন করে। তবে অনুমতি পায়নি। সম্প্রতি অনুমতি ছাড়াই মিছিল-সমাবেশ করছে দলটি।