- অর্থনীতি
- ঢাকা রিজেন্সিতে ইফতার আয়োজন
ঢাকা রিজেন্সিতে ইফতার আয়োজন

রোজার দিনগুলোতে ঐতিহ্যবাহী ও মজাদার ইফতার আয়োজন নিয়ে হাজির হয়েছে ঢাকা রিজেন্সি। সেখানে আছে দেশি-বিদেশি বিভিন্ন স্বাদের ইফতার সামগ্রী। আছে খ্যাতিসম্পন্ন শেফের তত্ত্বাবধানে তৈরি আরবীয় সুস্বাদু মিষ্টান্ন এবং পশ্চিমা খাবারের রসদ। এরাবিয়ান ও দেশীয় মজার মজার সব ইফতার হুমুস, শর্মা, কাবসা, বাকলাভা, কাতায়েফের সঙ্গে বাঙালি ছোলা, পেঁয়াজু, বেগুনি, শাহি হালিম, রেশমি জিলাপিসহ আরও অনেক কিছু। এই আয়োজনে থাকছে বুফে ইফতারের পাশাপাশি সুস্বাদু ডিনার উপভোগ করার সুযোগ। এ ছাড়া করপোরেট ও পারিবারিক ইফতার পার্টির ব্যবস্থা তো আছেই। ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টের সেলস অ্যান্ড মার্কেটিং ডিরেক্টর মাহমুদ হাসান বলেন, ‘পবিত্র রমজান আত্মশুদ্ধির মাস। রমজান উপলক্ষে ঢাকা রিজেন্সি ইফতার ও ডিনারের জন্য বিশেষ ছাড় দিয়ে থাকে। এবারও দিয়েছে; যা পুরো রমজান মাসজুড়ে চলবে। সঙ্গে শর্তসাপেক্ষে ঢাকা রিজেন্সির জনপ্রিয় গ্রান্ডিওস রেস্টুরেন্টে সিলেক্টেড ব্যাংক কার্ডহোল্ডার, ঢাকা রিজেন্সি প্রিমিয়ার ক্লাব মেম্বার এবং জিপি স্টারদের জন্য একটির মূল্যে দুটি বুফে উপভোগ করার সুযোগ রয়েছে।’
ঢাকা রিজেন্সিতে থেকেও প্রিয়জনের সঙ্গে উপভোগ করতে পারেন সুস্বাদু খাবার এবং কাটাতে পারেন অবসর সময়। আকর্ষণীয় মূল্যে ঢাকা রিজেন্সির স্পেশাল রুম প্যাকেজ, সঙ্গে পাচ্ছেন বুফে ব্রেকফাস্ট বা সেহরি এবং ব্যুফে ইফতারের সঙ্গে ডিনার। ঢাকা রিজেন্সি রমজান উপলক্ষে তার বিভিন্ন আউটলেটে দিচ্ছে বিভিন্ন অফার। স্পাতে থাকছে ২০ শতাংশ ডিসকাউন্ট, কম্ফি লাউঞ্জে থাকছে ৩০ শতাংশ ডিসকাউন্ট, বার্গার ও পিৎজাতে থাকছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারসহ আরও অনেক কিছু।
মন্তব্য করুন