মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) এবং এডিসন গ্রুপের মধ্যে সম্প্রতি রাজধানীতে এমটিবির প্রধান কার্যালয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

হোম লোন সোর্সিং বৃদ্ধিকরণ ও বিভিন্ন মার্কেটিং ক্যাম্পেইনগুলোয় একত্রে অংশগ্রহণের লক্ষ্যে এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

এমটিবির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সৈয়দ মাহবুবুর রহমান এবং এডিসন রিয়েল এস্টেটের চেয়ারম্যান মো. আমিনুর রশিদ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এমটিবির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক চৌধুরী আখতার আসিফ, উপব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খান, এডিসন গ্রুপের পরিচালক আহমেদ পাশা প্রমুখ উপস্থিত ছিলেন।