- অর্থনীতি
- মোহামেডানের হয়ে কাল নামছেন সাকিব!
মোহামেডানের হয়ে কাল নামছেন সাকিব!

ছবি: ফাইল
সাকিব আল হাসানের আইপিএলের অনাপত্তিপত্র নিয়ে নানা গল্প ক্রিকেট পাড়ায়। চট্টগ্রাম থেকে বুধবার তাঁর ঢাকা আসাকে কেন্দ্র করে জল্পনাকল্পনা বাড়তে থাকে। কিন্তু সাকিব সব জল্পনায় পানি ঢেলে দিয়ে গতকালই চট্টগ্রামে ফিরে গেছেন আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ টি২০ ম্যাচ খেলার জন্য।
এই ম্যাচ শেষ করে রাতেই ঢাকায় ফেরার কথা তাঁর। কারণ পরদিন ১ এপ্রিল শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ খেলতে চান মোহামেডানের হয়ে। এ বিষয়ে নিশ্চিত হতে মোহামেডানের ম্যানেজার সাজ্জাদ আহমেদ শিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সাকিব বলেছে সে ম্যাচ খেলতে চায়। খেলবে হয়তো।'
সাকিবের মতো মেহেদী হাসান মিরাজ, রনি তালুকদারও মোহামেডানের ক্রিকেটার। এ দুই ক্রিকেটারকেও খেলাতে চান ক্লাব কর্মকর্তারা। যদিও টেস্ট দলের কোনো ক্রিকেটার এ মুহূর্তে লিগে খেলার অনুমতি পাবেন না।
সেক্ষেত্রে সাকিবকে অনুমতি দেওয়া হলে লিটন কুমার দাসরাও খেলতে পারেন আবাহনীর হয়ে। সে যা-ই হোক, সাকিবের ঢাকা লিগে খেলার অর্থ হলো আইপিএলে যাওয়ার ছাড়পত্র নিয়ে একটু হলেও জটিলতা আছে।
কারণ বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে মুস্তাফিজুর রহমান ও লিটন কুমার দাসের অনাপত্তিপত্র তৈরি করতে বলা হয়েছে। মুস্তাফিজ আজ রাতেই ভারতের উদ্দেশে দেশ ছাড়বেন দিল্লি ক্যাপিটালে খেলতে। লিটন টেস্ট খেলে যোগ দেবেন কলকাতা নাইট রাইডার্সে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনের পরিকল্পনা মতোই যাচ্ছেন তাঁরা।
অবশ্য আজ সাকিবের ব্যাপারে বোর্ড সভাপতি ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ কেন্দ্রীয় চুক্তির শর্ত অনুযায়ী ক্রিকেটারদের ব্যাপারে বিসিবি সভাপতির সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
মন্তব্য করুন