- অর্থনীতি
- এমন আগ্রাসী ক্রিকেটই দেখতে চান সাকিব
এমন আগ্রাসী ক্রিকেটই দেখতে চান সাকিব
-samakal-6426fe93e1a25.jpg)
শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছাড়া আয়ারল্যান্ড সিরিজে দাপটের সাথেই খেলেছে বাংলাদেশ। দুই ম্যাচ জিতে টি-টোয়েন্টি সিরিজ আগে নিশ্চিত করলেও শেষ ম্যাচে ব্যাট হাতে বাজে দিন গেছে টাইগারদের। আয়ারল্যান্ডের কাছে ৭ উইকেটের পরাজয়ের পর অধিনায়ক সাকিব আল হাসান স্বীকার করেছেন, ব্যাটিংটা ঠিকমতো না হওয়াতেই হারতে হয়েছে। তবুও আগ্রাসী মনোভাব থেকে নড়ছেন না সাকিব আল হাসানরা।
পুরস্কার বিতরণী মঞ্চে সাকিব বলেছেন, 'আমরা ঠিকমতো ব্যাট করিনি। নিয়মিত উইকেট হারিয়েছি। তবে এটাও মনে রাখতে ক্রিকেটে এমনটা হয়ে থাকে। যদি আক্রমণাত্মক একই অ্যাপ্রোচ ধরে রাখি, সব সময়ই হয়তো সেটা কাজে লাগবে না। তাই বলে নিজেদের মানসিকতায় বদল আনছি না। ভালো দল হতে চাইলে আমাদের এভাবেই খেলতে হবে।'
আক্রমণাত্মক খেললে কোনো দিন সফল, আর কোনো দিন ব্যর্থ হতে হয়- সাকিবের কথায় উঠে আসল এই সুর। তিনি বলেন, 'আমরা হয়তো কিছু ম্যাচে ব্যর্থ হব। কিছুদিনের মধ্যেই আবার টেস্ট খেলব। ঢাকা যাব, দেখেন কী হয়। ইংল্যান্ড সিরিজের পর অনেক ভালো খেলছি। আজকের দিনটা আমাদের ছিল না, এর ক্রেডিট আয়ারল্যান্ডের।'
মন্তব্য করুন