পেয়ারা, তরমুজ, টমেটোর মতো ফল ও সবজির পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি পণ্যের তালিকায় এবার যুক্ত হচ্ছে কাঁচা কলা। বগুড়ার শিবগঞ্জ থেকে সংগ্রহ করা ৪.৫ মেট্রিক টন কলা মালয়েশিয়ায় রপ্তানি করছে চট্টগ্রাম ভিত্তিক সবজি ও দেশীয় ফল রপ্তানিকারক সাত্তার ইন্টারন্যাশনাল।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের সিএন্ডএফ এজেন্ট স্কাই সি ল্যান্ডের ম্যানেজার তৌহিদুল ইসলাম শুক্রবার টিবিএসকে বলেন, কলা ভর্তি রিফার কন্টেইনার (শীতাতপ নিয়ন্ত্রিত) বহনকারী জাহাজ চট্টগ্রাম বন্দর থেকে মালয়েশিয়ার পোর্ট কেলাংয়ের উদ্দেশে যাত্রা করবে। কলার পণ্য চালানটির মূল্য ছয় হাজার মার্কিন ডলার।

পণ্য চালানটিতে ১৭ মেট্রিক টন গোল আলুও রয়েছে।

এক্সপোর্ট বিল নগদায়নে প্রতি ডলারের মূল্য ১০৫ টাকা। সেই হিসেবে রপ্তানি হওয়া কাঁচা কলার প্রতি কেজির মূল্য ১৫১ টাকার বেশি।

রপ্তানিকারক প্রতিষ্ঠানের তথ্য মতে, রপ্তানি হওয়া কলাগুলোকে স্থানীয় ভাষায় 'আনাজি' কলা বলে। এগুলো সবজি হিসেবে রান্না করা হয়।

এর আগে গত ১৪ মার্চ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে চট্টগ্রামের সাত্তার ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো মালয়েশিয়ায় ১৩.৩২ মেট্রিক টন তরমুজ রপ্তানি করে। এর রপ্তানি মূল্য প্রায় চার হাজার মার্কিন ডলার।