- অর্থনীতি
- ছয় মাস পর ২০০ কোটি ডলার ছাড়াল রেমিট্যান্স
ছয় মাস পর ২০০ কোটি ডলার ছাড়াল রেমিট্যান্স

চলতি ২০২২-২৩ অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই ও আগস্ট) ২০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স এসেছিল। এরপর টানা ছয় মাস রেমিট্যান্সের পরিমাণ ছিল এর কম। তবে গত মার্চ মাসে আবারও ২০০ কোটি ডলারের বেশি এসেছে রেমিট্যান্স।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, মার্চ মাসে ব্যাংকিং চ্যানেলে ২০১ কোটি ৭৭ লাখ ডলার রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১০৭ টাকা ধরে) যার পরিমাণ ২১ হাজার ৫৮৯ কোটি টাকা। মার্চে রেমিট্যান্সের পরিমাণ আগের মাস ফেব্রুয়ারির চেয়ে ৪৫ কোটি ৭২ লাখ ডলার বেশি। এছাড়া আগের বছরের একই মাসের তুলনায় গত মাসে রেমিট্যান্স বেড়েছে ৮ দশমিক ৪৯ শতাংশ।
চলতি ২০২২-২৩ অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত প্রথম ৯ মাসে মোট রেমিট্যান্স এসেছে ১ হাজার ৬৩০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল এক হাজার ৫২৯ কোটি ডলার। অর্থাৱ গত অর্থবছরের একই সময়ের তুলনায় চলতি অর্থবছরের ৯ মাসে ৭৪ কোটি ডলার রেমিট্যান্স বেশি এসেছে।
মন্তব্য করুন