সোশ্যাল ইসলামী ব্যাংক রাজধানীর ভাটারা ও বাড্ডা এলাকায় অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ইফতারসামগ্রী বিতরণ করেছে।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম সম্প্রতি ব্যাংকের প্রগতি সরণি শাখায় আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও ইফতারসামগ্রী বিতরণ করেন।

এ সময় ব্যাংকের ঢাকা অঞ্চলের আঞ্চলিক প্রধান মো. আব্দুল হামিদ, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান মো. তৌহিদ হোসেন, মার্কেটিং অ্যান্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মো. মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।