মিরসরাইয়ে যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছাড়াই চলছে অধিকাংশ শিল্প কারখানা। সম্প্রতি সীতাকুণ্ডে কয়েকটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রচুর প্রাণহাণির ঘটনা ঘটলেও পার্শ্ববর্তী মিরসরাই উপজেলার কারখানা মালিকরা সচেতন হননি। এসব ঘটনায় মিরসরাইয়ের কারখানাগুলোর অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখতে তদারকি জোরদার করেছে উপজেলা প্রশাসন।

গত রোববার ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে উপজেলার তিনটি বড় শিল্প প্রতিষ্ঠানের অগ্নিনির্বাপক ব্যবস্থার তদারকি করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইউএনও মাহফুজা জেরিন। অভিযান পরিচালনাকালে তাঁর সঙ্গে ছিলেন মিরসরাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের পরিদর্শক মো. হারুণ, ফায়ার সার্ভিসের কর্মকতা ইমাম হোসেন পাটোয়ারী ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জাকিরুল ফরিদ।

মিরসরাইয়ে অবস্থিত দেশের পোলট্রি খাতের কয়েকটি বৃহৎ শিল্প গ্রুপের কারখানায় অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় প্যারাগন গ্রুপের চিটাগাং ফিড মিলকে ২ লাখ টাকা জরিমানা ও আগামী দুই মাসের মধ্যে ফায়ার সার্ভিস অধিদপ্তরের নির্দেশনা মোতাবেক কেন্দ্রীয় অগ্নিনির্বাপণ ব্যবস্থাসহ অন্যান্য শর্তাবলি পূরণ করতে নির্দেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, মিরসরাইয়ের ছোটকমলদহ এলাকায় অবস্থিত চিটাগাং ফিড মিলে পণ্য উৎপাদন চালু থাকলেও কারখানার শ্রমিকদের নিরাপত্তার ও অগ্নিনির্বাপনের ব্যবস্থা করা হয়নি। একই এলাকায় সিপি গ্রুপের ফিড মিল কারখানায় অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। তবে কারখানাটিতে পর্যাপ্ত অগ্নিনির্বাপক সিলিন্ডার, ওয়াটার পাম্প, ওয়াটার রির্জার্ভার, হোস পাইপ, সাইরেন ব্যবস্থাসহ আনুষঙ্গিক উপকরণ যথাযথ মজুত থাকায় আদালতের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। কিন্তু কোম্পানিটি এখনও ফায়ার সার্ভিস থেকে অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপনের জন্য দাপ্তরিক আবেদন না করায় কোম্পানির মালিকপক্ষকে তিন মাস সময় বেঁধে দেন ভ্রাম্যমাণ আদালত।

একই দিন উপজেলার মাস্তাননগর এলাকায় অবস্থিত নাহার এগ্রো প্রতিষ্ঠানের নাহার ফিড মিলেও অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। সেখানেও শ্রমিক সুরক্ষা ও যথাযথ অগ্নিনির্বাপণ ব্যবস্থা না থাকায় ক্ষোভ জানান আদালত। আগামী তিন মাসের মধ্যে পূর্ণাঙ্গ অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপনের জন্য মিল কর্তৃপক্ষের কাছ থেকে অঙ্গীকারনামায় স্বাক্ষর নেন আদালতের বিচারক মাহফুজা জেরিন।

মিরসরাই ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারী জানান, বঙ্গববন্ধু শেখ মুজিব শিল্পনগর ছাড়া মিরসরাইয়ে চালু থাকা সব ক’টি কারখানার অধিকাংশ কারখানায় অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা জেরিন জানান, কারখানা ও শ্রমিকদের সুরক্ষায় কারখানা কর্তৃপক্ষগুলোতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। অভিযান পরিচালনাকালে প্যারাগন গ্রুপের চিটাগাং ফিড মিলকে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী দুই মাসের মধ্যে ফায়ার সেফটির জন্য প্রযোজ্য সব শর্ত পূরণের নির্দেশ দেওয়া হয়। উপজেলার আরও দুটি কারখানাকেও ফায়ার সেফটির সব শর্ত পূরণে সময় বেঁধে দেওয়া হয়েছে।