বিশিষ্ট ব্যবসায়ী, বাংলাদেশ নারী উদ্যোক্তা ফেডারেশনের প্রতিষ্ঠাতা সভাপতি ও তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা রোকিয়া আফজাল রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

আজ বুধবার (৫ এপ্রিল) উপদেষ্টা এক শোক বার্তায় মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টার দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শফিকুল ইসলামের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

শোকবার্তায় সালমান এফ রহমান বলেন, ‘নারীদের আত্মসম্মানবোধে উজ্জীবিত হয়ে আর্থ-সামাজিক ও রাজনৈতিক স্বাধীনতা নিশ্চিতকরণে সচেষ্ট ছিলেন রোকিয়া আফজাল রহমান। তাঁর জীবন, আদর্শ এবং কর্ম নারী জাগরণে অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে। আমি তাঁর বিদেহী রূহের মাগফিরাত কামনা করি।’

এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন সাপোর্ট ফাউন্ডেশনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, নারী উদ্যোক্তা সমিতির সভাপতি, বাংলাদেশ ফেডারেশন অব উইমেন অন্ট্রাপ্রেনার্সের সভাপতি, মাইডাস ফাইন্যান্সিং লিমিটেডের চেয়ারপারসন ও ট্রান্সকম গ্রুপের আওতাধীন মিডিয়াওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারপারসন হিসেবে সফলভাবে দায়িত্বপালন তাঁকে চিরস্মরণীয় করে রাখবে বলে মনে করেন সালমান এফ রহমান।