- অর্থনীতি
- নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা
নোংরা পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অপরাধে চট্টগ্রামে ডায়মন্ড সেমাই ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ছাড়া মূল্য তালিকা না থাকায় দুই মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার নগরের চাক্তাই এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্যাহ।
এ কর্মকর্তা জানান, ঈদে বাড়তি চাহিদা থাকায় সেমাই কারখানায়গুলো এখন পুরোদমে উৎপাদনে রয়েছে। তবে কিছু প্রতিষ্ঠান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি করছে বলে অভিযোগ আসে। এর পরিপ্রেক্ষিতে ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে অভিযান চালানো হয়। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির পাশাপাশি অননুমোদিত রাসায়নিক ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ ছাড়া বিক্রির উদ্দেশ্যে রাখা প্যাকেটে মূল্য উল্লেখ ছিল না। এসব অপরাধে প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়েছে। সংশ্লিষ্টদের সতর্কও করা হয়েছে।
আরেক অভিযানে নগরের তুলাতলী জামাই বাজারের গরুর মাংসের দুটি দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান এই কর্মকর্তা।
অভিযানে সহযোগিতা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক আনিছুর রহমান ও রানা দেবনাথ। অভিযানে নগর পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন