- অর্থনীতি
- নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার
নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক গ্রেপ্তার

প্রতীকী ছবি
নারায়ণগঞ্জের ফতুল্লায় নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে গার্মেন্টস মালিক মো. আমিনুল হককে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে তাকে ফতুল্লার ধর্মগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আমিনুল হক নারায়ণগঞ্জ সদর উপজেলার পঞ্চবটীর ধর্মগঞ্জ চতলা এলাকায় জিহাদ নিট ফ্যাশনের মালিক।
এর আগে, ভুক্তভোগী ওই নারী শ্রমিক (২৩) বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলা করেন।
মামলায় উল্লেখ করা হয়, বাদী ও তার স্বামী এক বছর ধরে জিহাদ নিট ফ্যাশনে চাকরি করছেন। ছয়-সাত মাস ধরে প্রায়ই গার্মেন্টস মালিক বাদীর স্বামীকে ছুটি দিলেও ভুক্তভোগীকে রাত্রিকালীন কাজ করাতেন। এ সময় নাস্তার সঙ্গে চেতনাশক ওষুধ মিশিয়ে তাকে খাওয়ানো হতো। অচেতন অবস্থায় গার্মেন্টস মালিক তাকে একাধিকবার ধর্ষণ করেন। পরে ধর্ষণের ভিডিও দেখিয়ে তাকে আবারও ধর্ষণ করা হয়। এ ঘটনা কাউকে বললে সামাজিক যোগাযোগ মাধ্যম ছেড়ে দেওয়ার হুমকি দেওয়া হয়।
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন