চট্টগ্রামে ৩৫ কোটি টাকার খেলাপি ঋণের মামলায় কালুরঘাট শিল্প এলাকায় অবস্থিত ক্লুইস্টন গ্রুপের মালিকানাধীন ক্লুইস্টন সিএনজি স্টেশনের যাবতীয় আয় গ্রহণ করে আদালতে জমা দিতে চান্দগাঁও থানার ওসিকে রিসিভার নিয়োগ দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

অভিযুক্ত ঋণখেলাপিরা হলেন ক্লুইস্টন গ্রুপের এমডি মোহাম্মদ আবদুল আলিম চৌধুরী ও তাঁর স্ত্রী কোম্পানির চেয়ারম্যান রওশন আরা চৌধুরী।

প্রাইম ব্যাংকের খাতুনগঞ্জ শাখা থেকে ঋণ নেওয়ার সময় তাঁরা সিএনজি স্টেশনটির স্থাবর সম্পত্তি বন্ধক রাখেন। কিন্তু ঋণ শোধ না করে আবদুল আলিম চৌধুরী ও তাঁর স্ত্রী বিদেশে পালিয়ে যান।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালে ৩৫ কোটি টাকা খেলাপি ঋণ আদায়ে আবদুল আলিম চৌধুরী ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে অর্থঋণ আদালতে মামলা করে প্রাইম ব্যাংক।

প্রতিষ্ঠানটি জানায়, সুদ মওকুফ করে পুনঃতপশিল সুবিধা দিলেও তাঁরা খেলাপি ঋণ পরিশোধ করেননি। অথচ বন্ধককৃত সম্পত্তি থেকে বিপুল অঙ্কের অর্থ আয় হলেও তাঁরা খেলাপি ঋণ পরিশোধে এগিয়ে আসছেন না। তাই প্রাইম ব্যাংকের আবেদনের ওপর শুনানি শেষে চান্দগাঁও থানার ওসিকে রিসিভার নিয়োগের আদেশ দেন আদালত।