মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলায় আগামী ১৭ এপ্রিল সোমবার ছুটি ঘোষণা করেছে সরকার। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে এ ছুটি দেওয়া হয়েছে।

 ফলে ওই দিন সেখানকার ব্যাংক শাখা ও উপশাখা বন্ধ থাকবে। গতকাল এ সংক্রান্ত একটি নির্দেশনা সব ব্যাংকের প্রধান নির্বাহীর কাছে পাঠানো হয়।

ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপনের জন্য গত ১১ এপ্রিল এ উপজেলায় সরকারি ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংক সেখানে ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলা অবস্থায় ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলা গ্রামের আম্রকাননে স্বাধীন বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার আনুষ্ঠানিকভাবে শপথ নেয়। পরে বৈদ্যনাথতলাকে ঐতিহাসিক ‘মুজিবনগর’ হিসেবে নামকরণ করা হয়। এর আগে ১০ এপ্রিল স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ সরকার গঠিত হয়। এর ধারাবাহিকতায় ১৭ এপ্রিল বৈদ্যনাথতলায় সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। পরদিন ১১ এপ্রিল বাংলাদেশের প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে বেতারে ভাষণ দেন।