- অর্থনীতি
- জাকিরের সেঞ্চুরিতে বড় জয় প্রাইম ব্যাংকের
জাকিরের সেঞ্চুরিতে বড় জয় প্রাইম ব্যাংকের

তামিম-মুশফিককে ছাড়াই মাশরাফির রূপগঞ্জকে হারিয়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। টস জিতে ব্যাটিংয়ে নেমে দারুণ ব্যাটিং করেছেন প্রাইম ব্যাংকের দুই ওপেনার শাহাদাত হোসেন দিপু ও জাকির হাসান। তাদের জোড়া সেঞ্চুরিতে ৬ উইকেটে ৩৩০ রান করে প্রাইম ব্যাংক। বড় লক্ষ্যে খেলতে নেমে ১৫৭ রানে অলআউট হয়ে গেছে রুপগঞ্জ। প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব জয় পায় ১৭৩ রানের বড় ব্যবধানে।
বিকেএসপিতে ৩৩১ রানের বড় লক্ষ্যে খেলতে নেমে ৩১ রানেই দুই উইকেট হারায় রূপগঞ্জ। ফারদিন ৬ ও সাব্বির করেন ২০ রান। চেরাগ জানির ব্যাটে আসে রূপগঞ্জের সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস। আশিকুল আলম করেন ৩৬ রান। রূপগঞ্জের আর কোনও ব্যাটার তাদের ইনিংসগুলো লম্বা করতে পারেননি। বল হাতে ৬৭ রান দেওয়া অধিনায়ক মাশরাফি ব্যাট হাতেও রানের খাতা না খুলে আউট হয়েছেন। এছাড়া সোহাগ গাজী ২৪ বলে ২১, রাজিবুল ইসলাম ২৯ বলে ১৬ রান করে আউট হতেই মাশরাফিদের ইনিংস থামে ৩৮.৩ ওভারে ১৫৭ রানে।
প্রাইম ব্যাংকের বোলারদের মধ্যে রুবেল হোসেন, শেখ মেহেদী হাসান ও নাসির হোসেন নেন দুটি করে উইকেট। এছাড়া মঈনুল ইসলাম, অলক কাপালি ও কাশিফ ভাট একটি করে উইকেট নিয়েছেন।
এর আগে টস জিতে প্রথমে ব্যাটিং করে দুই ওপেনার জাকির ও দিপুর সেঞ্চুরি এবং মো. আল-আমিন জুনিয়রের হাফ সেঞ্চুরিতে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩৩০ রান করে প্রাইম ব্যাংক।
মন্তব্য করুন